অর্ধ কোটি টাকার খাসঁ জমি উদ্বার

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের করিম নগরে সরকারী খাস জমি দখল করে অবৈধভাবে পোল্টি ফার্ম ও ঘরবাড়ী নির্মান করে অবৈধ স্থাপনা গড়ে তোলেছেন এলাকার প্রভাবশালী ব্যক্তি। করিম নগর এলাকা পরিদর্শন করে গত খালী থাকা সরকারী খাসঁ জমিতে ভুমিহীন দরিদ্র পরিবারের সদস্যদের জন্য প্রধান মন্ত্রীর গৃহ নির্মান প্রকল্পের জন্য রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলাি সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রস্তাব প্রেরন করেন বলে জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । সরকারী খাসঁ জমিতে ভুমিহীন দরিদ্র পরিবারের জন্য গৃহ নির্মান করার সংবাদ পেয়ে সরকারী খাসঁ জমির খালী জায়গা জবর দখল করে প্রভাবশালী ব্যক্তিরা টিন দিয়ে ঘর নির্মান করে । গতকাল ২ জুন বুধবার সকালে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমার নেতৃত্বে রাউজান থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্য চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর কর্মচারীদের নিয়ে সরকারী খাসঁ জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় । উচ্ছেদ অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী । উচ্ছেদ অভিযান চলাকালে দেখা যায় সরকারী খাসঁ জমি মোঃ রফিকের স্ত্রী মনো আরা বেগম থেকে ভাড়ায় নিয়ে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডেও ওয়াহেদের খীল এলাকার সালাউদ্দিন জুয়েল টিনের চালা দিয়ে বিশাল আয়তনের পোল্টি ফার্ম নির্মান করে। নির্মান করা পোল্টি ফার্মে বিদ্যুৎ লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে পোল্টি ফার্ম পরিচালনা করছে । অভিযান চলাকালে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা সরকার খাসঁ জমিতে অবৈধভাবে গড়ে তোলা পোল্টি র্ফামের অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ’ সংযোগ বিচ্ছিন করে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করার পর সরকারী খাস জমিতে অবৈধভাবে গড়ে তোলা খালী থাকা পোল্টি ফার্ম উচ্ছেদ করা হয় । রাউজান উপজেলার হলদিয়া, রাউজান ইউনিয়ন, ডাবুয়া ইউনিয়ন সহ ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় ভুমিহীন দরিদ্র পরিবারের পুনঃবাসন করার জন্য ১ হাজার ৮৮টি সেমি পাকা ঘর নির্মান করার কাজ চলছে । তার মধ্যে প্রথম দাপে ২শত ৪০ টি সেমিপাকা ঘরের নির্মান কাজ শেষ পর্যায়ে । আরো ২শত ৪৮টি সেমি পাকা ঘর নির্মান কাজ চলছে । অবশিষ্ট ৬শত টি ঘর নির্মানের জন্য জমি নির্ধারনের কাজ চলছে । রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের করিম নগরে ভুমিহীন দরিদ্র পরিবারের সদস্যদের পুনঃবাসনের জন্য ৩২টি সেমি পাকাঘর নির্মান কাজ চলছে বলে জানান রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ ।