সড়ক কেটে পাকা ঘর নির্মান

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাইন্যা পুকুরের পশ্চিম পাশে উপজেলা খাদ্য গুদামের পাশে জনগনের চলাচলের সড়ক রামধন সড়ক । এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। সড়কটির পাশে নাজিম উদ্দিন বাপ্পু কৃষি জমি ক্রয় করে। কৃষি জমি ক্রয় করার পর কৃষি জমিতে মাটি ভরাট করে। কৃষি জমিতে মাটি ভরাট করার পর কোন অনুমতি না নিয়ে ভরাট করা কৃষি জমিতে পাকা ঘর নির্মান কাজ শুরু করে। নাজিম উদ্দিন বাপ্পু ভরাট করা কৃষি জমিতে পাকা ঘর নির্মান কাজ করার জন্য ভরাট করা কৃষি জমির পাশ দিয়ে যাওয়া জনগনের চলাচলের সড়ক রামধন সড়ক কেটে পাকা ঘর নির্মান কাজের বেইচ ঢালাই করছে। পৌর এলাকার মধ্যে কেহ ঘরবাড়ী নির্মান করলে, সড়কের পাশে ঘর নির্মান করতে হলে সড়কের জায়গা বাদ দিয়ে নিজের জায়গা ৬ ফুট ছেড়ে দিয়ে ঘর নির্মান করার নিয়ম থাকলে ও নাজিম উদ্দিন বাপ্পু তার নিজের জায়গা না ছেড়ে সড়কের একাংশ কেটে পাকা ঘর নির্মান কাজ শুরু করেছে । রাউজানে কৃষি জমিতে কোন ঘর বাড়ী নির্মান করতে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর কঠোর নির্দেশনা রয়েছে । এছাড়া ও সরকার কৃষি জমি ভরাট করে ঘর নির্মান করতে পারবেনা বলে নির্দেশনা দিয়েছে । সরকার ও সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশনাকে অমান্য করে ভরাট করা কৃষি জমিতে নাজিম উদ্দিন প্রকাশ বাপ্পু পাকা ঘর নির্মানের কাজ করছে । ভরাট করা কৃষি জমিতে পাকা ঘর নির্মান কাজ করার সময়ে জনগনের চলাচলের সড়ক রামধন সড়কের একাংশ কেটে ঘর নির্মান কাজ করছে। এ ব্যাপারে নাজিম উদ্দিন বাপ্পুর কাছে জানতে চাইলে, তিনি বলেন, পাকা ঘর নির্মানের জন্য রাউজান পৌরসভার মেয়র বরাবরে আবেদন করেছি । নাজিম উদ্দিন বাপ্পু সড়কের জায়গা ছেড়ে দিয়ে পাকা ঘর নির্মান কাজ করছেন বলে দাবী করেন। এ ব্যাপারে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন বলেন, ভরাট করা কৃষি জমিতে নাজিম উদ্দিন বাপ্পু পাকা ঘর নির্মান কাজ শুরু করলে আমি সংশ্লিষ্ট কতৃপক্ষের কোন অনুমতি না নিয়ে পাকা ঘর নির্মান কাজ না করার জন্য নাজিম উদ্দিন বাপ্পুকে নিষেধ করেছি । এ ব্যাপারে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজকে ফোন করে এ বিষয়ে জানতে চাইলে, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, আমি লোক পাঠিয়ে বিষয়টি দেখছি । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, এ বিষয়ে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজকে বলুন ।