চট্টগ্রামের ১০জন রোটারিয়ান বেস্ট প্রেসিডেন্ট ২০১৯-২০ নির্বাচিত

বিশ্বজুড়ে আর্ত-মানবতার কল্যাণে কাজ করা-ই রোটারি ক্লাবের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এ করোনাকালেও জীবনঝুঁকি নিয়ে রোটারিয়ানরা করোনারোগীসহ সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে ছিলেন ও আছেন। পুরস্কারের আশা না করেই মানবতাবাদীরা মানবসেবার কাজ করে যান। তারপরও এ কথা সত্য, অনুপ্রেরণা ও উৎসাহ পেলে যেকোনো মানুষের কাজে গতি আসে এবং আরও বেশি জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হয়। সে হিসেবে রোটারিতে প্রতিবছর মানবিক সেবামূলক কাজের জন্যে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে বিভিন্ন ইভেন্টে পুরস্কার প্রদান করা হয়। রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ১৬৪টি ক্লাব প্রেসিডেন্টদের (২০১৯-২০) মধ্যে ২০জনকে সমমর্যাদায় বেস্ট প্রেসিডেন্ট ঘোষণা করা হয়; এর মধ্যে চট্টগ্রামেরই রয়েছেন ১০জন প্রেসিডেন্ট। ২০১৯-২০ বর্ষে পুরস্কারের পরিধি বেশ বেড়েছে। বিশেষ করে চট্টগ্রাম রোটারি সেন্টার প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন এবং এর প্রতিষ্ঠাকালীন সকল সদস্যকে পুরস্কার দেয়া হয়েছে। করোনার কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি দেরীতে আয়োজন করা হলেও বেশ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সবকিছুর মূল সমন্বয়ক হলেন ২০১৯-২০ রোটাবর্ষের ৩২৮২ জেলার সফল ও সেরা গভর্নর রোটারিয়ান এম আতাউর রহমান পীর। তাঁর মতো কর্মঠ, গতিশীল ও নিবেদিতপ্রাণ গভর্নর খুব কমই পাওয়া যাবে। গত ২৮ মে ২০২১ সন্ধ্যায় রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর পুরস্কার উৎসব অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রামের যে ১০ জন বেস্ট প্রেসিডেন্ট হয়েছেন তাঁরা হলেন – রোটারি ক্লাব অব চিটাগং এর সভাপতি রোটারিয়ান মুহাম্মদ মুসলিম, রোটারি ক্লাব অব হিলটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান দেবদুলাল ভৌমিক, রোটারি ক্লাব অব ইসলামাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার আলতাফ মাহমুদ হান্নান, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং এর প্রেসিডেন্ট রোটারিয়ান আজিজ উল গণি চৌধুরী, রোটারি ক্লাব অব আগ্রাবাদ এর সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার আবু ইসমাইল, রোটারি ক্লাব অব সাগরিকার প্রেসিডেন্ট রোটারিয়ান মো. ফয়জুল কবির চৌধুরী, রোটারি ক্লাব অব কমার্সিয়াল সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান শাহীন আলম সরকার, রোটারি ক্লাব অব পাইওনিয়ারের প্রেসিডেন্ট রোটারিয়ান সুদীপ কুমার চন্দ, রোটারি ক্লাব অব রিভারসাইনের প্রেসিডেন্ট রোটারিয়ান মরতুজা বেগম, রোটারি ক্লাব অব রিভারাইন হালদার প্রেসিডেন্ট রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। সদ্য সাবেক জেলা গভর্নর আতাউর রহমানের পীরের অনবদ্য সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পিডিজি ইঞ্জিনিয়ার আবদুল লতিফ, ডিজিই আবু ফয়েজ খান চৌধুরী, ডিজিএন রোহেলা খান চৌধুরী, ডিজিএনডি ইঞ্জিনিয়ার মতিয়ুর রহমান, পিপি সামিনা ইসলাম, পিপি মাহফুজুল হক , প্রোগ্রাম চেয়ারম্যান পিপি মোস্তফা কামাল, পিপি এ কে এম শামসুল হক ডিপু, পিপি মিজানুর রহমান মিজান, পিএজি মো. জালাল উদ্দিন বাবলু, নরেশ চন্দ্র দাশ প্রমুখ।