স্বাস্থ্য বিভাগে দূর্নীতির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

সকলের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিন ও স্বাস্থ্য বিভাগে দূর্নীতির প্রতিবাদে সিপিবি চট্টগ্রাম জেলার বিক্ষোভ সমাবেশ।

জরুরীভিত্তিতে সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রদান ও স্বাস্থ্য বিভাগে চরম দুর্নীতির প্রতিবাদে আজ চট্টগ্রামের সিনেমা প্যালেস চত্ত্বরে শুক্রবার ২৮ মে, ২০২১ বিকাল ৫ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোঃ শাহ আলম, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক মোঃ জাহাঙ্গীর, নুরুচ্ছাফা ভূঁইয়া, অমৃত বড়ুয়া, ফরিদুল ইসলাম, সদস্য রেখা চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ সেন, রবিউল হোসেন, রাশিদুল সামির প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে বিনামূল্যে করোনা ভ্যাকসিন সকলের মাঝে বিতরণ করতে হবে। ভ্যাকসিন প্রদান নিয়ে কোনো ধরনের দূর্নীতি, লুটপাট, নৈরাজ্য জনগণ মানবে না। কোনো ধরনের বৈষম্যমূলক পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। সারাদেশে অনেক জনগণ একটা ডোজ টিকা দিয়ে অপেক্ষা করছে দ্বিতীয় ডোজ টিকা দেয়ার জন্য। সকলের জন্য পর্যাপ্ত টিকা সরকারকে আমদানি করতে হবে এবং সকল জনগণের মাঝে নিরবচ্ছিন্ন ভাবে টিকা প্রদান করতে হবে। টিকা নিয়ে কোনো বাণিজ্য লুটপাট জনগণ মানবে না।

বক্তারা আরো বলেন, স্বাস্থ্যখাতে লুটপাট নৈরাজ্য, দূর্নীতি বন্ধ করতে হবে। স্বাস্থ্য বিভাগের দূর্নীতিবাজ, লুটপাটকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণ, বেসরকারী ল্যাব ও হাসপাতালকে সরকারী নীতিমালার আওতায় আনাসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।