শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক চার লেইন করে নির্মান কাজের জন্য ড্রোন উত্তেঅরন করে সড়কের ছবি ধারন ও সড়কের পরিমাপ করা হয় । ২৩ মার্চ শনিবার সকাল ১১ টার সময় সড়ক জনপথ বিভাগের চট্টগ্রাম অফিসের উপসহকারী প্রকৌশলী মং টুই মারমা, ডেস কন্ষ্টাকশন লিমিটেডের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সড়ক ও জনপথ বিভাগের রাউজান উপ সহকারী প্রকৌশলীর কার্যলয়ে এস ্ও কমল বিজয়া চাকমা চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের পাশে রাউজান সরকারী বিশ^বিদ্যলয় কলেজ মাঠে ড্রোন উত্তোলন করে । ড্রোন উত্তোলন করে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী থেকে রাউজান রাবার বাগান পর্যন্ত সড়কের ছবি ধারন করেন । ড্রোন উত্তোলন কালে রাউজান সরকারী বিশ^বিদ্যলয় কলেজ মাঠে উপস্থিত হয় রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা ও রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ । রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা বলেন আমাকে অবহিত করে চট্টগ্রাম রাঙ্গামাটি মহসড়ককে চার লেইন করে নির্মান করার জন্য কলেজ মাঠে ড্রোন উত্তোলন করে ছবি ধারন করছে । সড়ক ও জনপথ বিভাগের আওতাধিন চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ককে চার লেইন করে নির্মান করা হবে । হাটহাজারী থেকে রাউজান রাবার বাগান পর্যন্ত ৮০ ফুট প্রস্থ করে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক চার লেইনের নির্মান কাজ শীঘ্রই শুরু করা হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম উপসহকারী প্রকৌশলী মংটুই মারমা । ৫শত ২৮ কোটি টাকা ব্যয়ে চার লেইন করে সড়ক নির্মান হবে । চট্টগ্রাম রাঙ্গামটি সড়ক দিয়ে হাটহাজারী উপজেলার মেখল, গড়দুয়ারা, রুহুল্লাপুর, ছিপাতলী, ইছাপুর, ফটিকা, লাঙ্গল মোড়া, রাউজান উপজেলার পশ্চিম গহিরা, গহিরা, দক্ষিন গহিরা মোবারক খীল, গহিরা দলই নগর, কোতোয়ালী ঘোনা, নোয়াজিশপুর ইউনিয়নের নদীম পুর ফতেহ নগর, চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, পাঠান পাড়া, চিকদাইর, হলদিয়া ইউনিয়নের হলদিয়া, উত্তর সর্তা, এয়াসিন নগর, জানিপাথর, বৃকবানুপুর, ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া, লাঠিছড়ি, পুর্ব ডাবুয়া, কেউকদাইর, রামনাথ পাড়া, হিংগলা, নতুন পাড়া, দক্ষিন হিংগলা, কলমপতি,হাসান খীল, রাউজান পৌরসভার পুর্ব গহিরা, সুলতানপুর, ছত্র পাড়া, সুলতানপুর কাজী পাড়া, বণিক পাড়া, বড়বাড়ী পাড়া, বেরুৃলিয়া, ছিটিয়া পাড়া, পালিত পাড়া, দাশ পাড়া হাজী পাড়া, সাপলঙ্গা, সাহানগর, দলিলাবাদ, ছত্র পাড়া ঢেউয়্ াপাড়া, পশ্চিম রাউজান, আইলী খীল, ওয়াহিদের খীল. ঢালার মুখ, রাউজান রাবার বাগান, রাউজান ইউনিয়নের পশ্চিম রাউজান হরিশ খান পাড়া, ফকির মোহাম্মদ চৌধুরী পাড়া, রশিদের পাড়া জয়নগর বড়–য়া পাড়া, পুর্ব রাউজান, রাণিী পাড়া, শমশের নগর, মোহাম্মদপুর, খলিলবাবদ, কেউটিয়া, মাঝি পাড়া, মঙ্গল খালী, কদলপুর ইউনিয়নের মীর বাগিচা, শমশের পাড়া, ভোমর পাড়া, পশ্চিম কদলপুর, কদলপুর, বিনাজুরী ইউনিয়নের ইদিলপুর, পশ্চিম বিনাজুরী, কাগতিয়া, লেলাঙ্গারা, জাম্মইন, পুর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা, আধার মানিক, পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া, ফটিকছড়ি উপজেলার জাফতনগর, আবদুল্লাহ পুর, ধর্মপুর, নানুপুর, ফতেহপুর, বক্তপুর জাহানপুর, ক্ষিরাম, দক্ষিন ক্ষিরাম মাইজভান্ডার দরবার শরীফ, র্ঙ্গাামটি জেলার কাউখালী, সহ রাঙ্গামাটি জেলা সদর ও রাঙ্গামাটি জেলার আওতাধিন উপজেলা সমুহের ও রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়ি, ইসলামপুর, রাজা নগর, মগাছড়ি, বগাবিল এলাকা সহ রাঙ্গুনিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দ্বারা নিত্য নৈম্যত্তিক কাজে যাত্রীবাহি বাস, সিএনজি অটোরিক্সা, কার, মাইক্রোবাসে যাতায়াত করে । এছাড়া ও চট্টগ্রাম রাঙ্গামাটি মহসড়ক দিয়ে রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত ফল, তরিকারী, বাশ, কাঠ ও চট্টগ্রাম শহর থেকে মালামাল ভর্তি শত শত মালামাল বোঝাই ট্রাক জীপ চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক দিয়ে চলাচল করে । রাঙ্গামাটির পর্যটন এলাকার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন এলাকা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার বিনোদন প্রত্যাশী লোকজন, যুবক, যুবতী, কিশোর কিশেরী, ছাত্র ছাত্রীরা বাস, কার, মাইক্রোবাস যোগে যাতায়াত করে । চট্টগ্রাম রাঙ্গামাটি মহসড়কের পাশে রয়েছে হাটহাজারী কলেজ, হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়, হাটহাজারী উপজেলা পরিষদ ভবন, ইছাপুর এলাকায় মার্দ্রাসা, সেলিমা কাদের চৌধুরী উচ্চ বিদ্যালয়, পশ্চিম গহিরা হামদু মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম গহিরা ইউনুছ সুফিয়া উচ্চ বিদ্যালয়, গহিরা এফ কে জামেউল উলুম কামিল মার্দ্রাসা, বঙ্গবন্দ্বু শেখ মুজিবুর রহমান গণপাঠাগার, গহিরা এ ওয়াই এ জে উচ্চ বিদ্যালয়, গহিরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, রাউজান শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমাবায় সমিতি,রাউজান হাইওয়ে থানা, কুন্ডেশ^রী বালিকা মহাবিদ্যালয়, ও বালিকা বিদ্যামন্দির, কুন্ডেশ^লী ঔষধালয়, কুন্ডেশ^রী রাম জীবন সরকারী প্রাথমিক বিদ্যালয়, সড়কের পাশ্ েদক্ষিন সতর্অ এলাকায় নির্মান করা হচ্ছে কারিগরী মহা বিদ্যালয়, কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে রাউজানের সুলতানপুর প্রসন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুলতান পুর উচ্চ বিদ্যালয়, রাউজান ফায়ার ষ্টেশন, বিপলবী মাস্টার দা সুর্য সেন চত্বর ও পাঠাগার, রাউজান সরকারী বিশ^বিদ্যালয় কলেজ, সুলতানপুর দাশ পাড়া অখিল দাশ সরকরী প্রাথমিক বিদ্যালয়, রাউজান মুক্তিযুদ্ব স্মৃতি সৌধ, রাউজান প্রাণী সম্পদ অফিস, সড়ক ও জনপথ বিভাগের অফিস, রাউজান সুরেশ বিদ্যায়তন, উত্তর রাউজান সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাউজান খাদ্য গুদাম, রাউজান মহিলা মার্দ্রাসা, রাউজান পিংক সিটি, রাউজান ফরেষ্ট অফিস, বিপআলবী মাস্টার দা সূর্য সেন সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাউজান রাবার বাগান, এবি এম ফজলে করিম চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়। রাউজান রাবার বাগান এলাকায় গিরিছায়া নামের মিনি চিড়িয়া খানা । চট্টগ্রাম রাঙ্গামাটি মহসড়কের হাটহাজারী এলাকা থেকে রাউজান রাবার বাগান পর্যন্ত এলাকায় রয়েছে ইছাপুর বাজার, গহিরা চৌমুহনী বাজার, সুলতানপুর জানালী হাট বাজার, বেরুলিয়াি বাজার, মুন্সির ঘাটা বাজার, রাউজান জলিল নগর বাস ষ্টেশন ও বাজার, পশ্চিম রাউজান চারাবটতল বাজার, ঢালার মুখ চৌধুরী ঘাটা বাজার । চট্টগ্রাম রাঙ্গামাটি মহা সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যানবাহনে করে যাতায়াত করার সময়ে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়ে লোকজনকে চরম দুভোর্গ পোহাতে হয় । এছাড়া ও সড়কে চলাচলকারী যানবাহন দুর্ঘটনার কবলে পতিত হয়ে যাত্রী ও পথচারীর প্রাণহানির ঘটনা সংগঠিত হয়ে আসছে । চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষের দুভোর্গ লাঘব করার জন্য রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় হাটহাজারী বাস ষ্টেশন থেকে রাউজান রাবার বাগান পর্যন্ত সড়কটি চাল লেইন করে নির্মান কাজ করবে সড়ক ও জনপথ বিভাগ ।