পূর্ণিমার জোয়ারে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে হাটু পানি

পূর্ণিমার প্রভাবে চট্টগ্রাম বন্দর চত্বরের অপেক্ষাকৃত নিচু এলাকায় জোয়ারের পানি উঠেছে। বৃহস্পতিবার জোয়ারের হাটু পানিতে কয়েকটি চত্বরে (ইয়ার্ডে) কনটেইনারের নিচের একাংশ পানিতে ডুবে গেছে। তবে পণ্য নষ্ট হওয়ার খবর পাওয়া যায়নি।

বন্দর কর্তৃপক্ষ জানায়, জোয়ারের পর পানি এমনি নেমে যাবে। এ নিয়ে উদ্বেগের কিছু নেই। এই পানিতে কন্টেইনারের পণ্য ক্ষয়ক্ষতি হওয়ারও আশঙ্কা নেই।

আমাদের বন্দর প্রতিনিধি জাহেদ কায়সার ছবিগুলো ২৭ মে ২০২১ দুপুর ১ টা ৩০ মিনিটে তোলেন