রাউজান পৌরসভার দিললাবাদ সড়কের মাটি ভরাট কাজ শুরু

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ড এর উপর দিয়ে জনগনের চলাচলের সড়ক। দলিলাবাদ সড়কটি ডাবুয়া ইউনিয়নের হিংগলা মুছা শাহ ও নতুন পাড়া সড়ক থেকে শুরু হয়ে দলিলাবাদ হয়ে রাউজান আদালত ভবন এর উত্তর পাশে শহীদ জাফর সড়কের সাথে সংযুক্ত হয়েছে । সড়কটি দিয়ে প্রতিদিন এলাকার হাজার হাজার মানুষ রাউজান উপজেলা সদর ও হিংগলা এলাকায় যাতায়াত করে। সড়কটির বিভিন্ন স্থানে পুরাতন ইটের সলিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে । সড়কের একাংশ ্কাচাঁ । সড়কটি কাচাঁ অংশে সড়কের পাশে মাটি নেই। রাউজান পৌরসভার নির্বাচনের পুর্বে দলিলাবাদ এলাকায় সাধারন মানুষের সাথে মতবিনিময় সভায় বর্তমান রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ রাউজান পৌরসভার মেয়র নির্ব াচিত হলে দলিলাবাদ সড়কের উন্নয়ন করাজ করে এলাকার মানুষের দুভোর্গ লাঘব করার প্রতিশ্রতি দেয় । রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের প্রতিশ্রতি মোতাদবেক দলিলাবাদ সড়কের উন্নয়ন কাজ শুরু করা হয় । গতকাল ২৫ মে মঙ্গলবার বিকালে দলিলাবাদ সড়কের মাটি ভরাটের কাজ উদ্বোধন কালে পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘোষনা মোতাবেক গ্রাম হবে শহর রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নির্দেশে রাউজান পৌরসভাকে একটি আধুনিক শহর হিসাবে গড়ে তোলা হবে। দলিলাবাদ সড়ক মাটি ভরাটের কাজ শেষ হলে সড়কটি ব্রীক সলিং করে মানুষের চলাচলের সুযোগ করে দেওয়া হবে । রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেনের সভাপতিত্বে দলিলাবাদ সড়কের মাটি ভরাটের কাজের উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন, মিয়া সওদাগর, সাদিকজ্জমান সফি, যুবলীগ নেতা দিপলু দে, ইকবাল হোসেন, বাবুল, তানভীর হাসান চৌধুরী, সাবের, আলমগীর, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, নাসির উদ্দিন, বেলাল হোসেন সিফাত প্রমুখ।