আক্ষেপ ঘোচানোর হাতছানি

২২ বছরের আক্ষেপ ঘোচানোর হাতছানি বাংলাদেশের সামনে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। ইতিমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। আর এই ম্যাচ অভিষেক হতে চলেছে তরুণ পেসার শরিফুল ইসলামের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।