বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে বিএনপি যেভাবে চলছে এটি সঠিক পথ। অতীতেও এভাবে চলে এসেছে, আগামীতেও এমনভাবেই চলবে।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
যারা বিএনপিকে ঘুরে দাঁড়ানোর কথা বলেন, তাদের উদ্দেশে আমীর খসরু বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে সেটি এখন চিন্তার বিষয়।
এদিকে একই দিন জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দলের এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, সরকার উন্নয়নের কথা বললেও বাংলাদেশ সুখী দেশের তালিকা থেকে ১০ ভাগ নিচে নেমে গেছে। এটি সরকারের ব্যর্থতা।
আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগসহ দেশের সব সেক্টর সরকার দখল করেছে এবং আওয়ামী লীগের নির্দেশেই খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
0
Shares