হাটহাজারী-বায়েজিদবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারাক জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য, বিএনপির কেন্দ্রীয় বৈদেশিক সম্পর্ক উন্নয়ন কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল।
এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। বাণীতে ব্যারিস্টার মীর হেলাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাটহাজারী-বায়েজিদবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান। সেই সঙ্গে বিশ্ব মুসলিমের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। বাণীতে তিনি উল্লেখ করেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। দেশের বিদ্যমান ক্রান্তিকালে সকল সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানরা এক কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ নিজেরা ভাগ করে নেবে। তাই ঈদুল ফিতরে শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
এই আনন্দের দিনেও আমাদের মনে বিষন্নতা ছেয়ে আছে, বিশ্বব্যাপী কোভিড ১৯ করোনা ভাইরাস আমাদেরকে প্রবলভাবে গ্রাস করেছে, সুতরাং আমাদের সবাইকে অতীব সতর্কতা ও সচেতনতার সাথে পবিত্র ঈদ-উল- ফিতর উৎযাপন করতে হবে।
ব্জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার মীর হেলাল তিনি আরো বলেন নামাজরত মুসল্লিদের ওপর হামলা করে যায়নবাদী ইসরাইল নিজেদের চরম অসভ্য, বর্বর ও কাপুরুষের পরিচয় দিয়েছে। ইহুদিবাদী ইসরাইলী বাহিনী বিনা উস্কানিতে হামলা চালিয়ে পবিত্র আল-আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করেছে।
ব্যারিস্টার হেলাল বিশ্ব ইসলামী নেতৃত্বকে অবিলম্বে ফিলিস্তিনি জনগণের ওপর পরিচালিত ইসরাইলি নৃশংসতা বন্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মুসলমানদের প্রথম কেবলা আল-আকসায় মুসল্লিদের উপর ইসরাইলি বাহিনীর হামলা মুসলমানের হৃদয়ে চরম রক্তক্ষরণ।
তিনি কুরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে আরও বলেন, “তার চেয়ে জালিম আর কে হতে পারে, যারা আল্লাহর ঘরসমূহে ইবাদতে বাধা প্রদান করে?” পবিত্র রমজানের আল-আকসা মসজিদ এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের হামলায় ২০০ মুসল্লি আহত ও রক্তাক্ত করে চরম বর্বরতা পরিচয় দিয়েছে।
তিনি আরো বলেন রমজান মাসের শেষ জুম্মায় আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের হামলায় ২০০ মুসল্লি আহত ও রক্তাক্ত করার ঘটনায় বিশ্ব মুসলিম সম্প্রদায় এবং বিশ্বের শান্তিকামী মানুষ চরমভাবে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ। অবিলম্বে ফিলিস্তিনি জনগণের ওপর পরিচালিত ইসরাইলি নৃশংসতা বন্ধে বিশ্ব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হতে হবে। আল-আকসা মসজিদকে মুসলমানদের ইবাদত বন্দেগীর জন্য উন্মুক্ত রাখতে হবে।
বিবৃতিতে তিনি পবিত্র আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জাতিসঙ্ঘ, ওআইসিসহ বিশ্ব মুসলিম ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
দেশের আজকে এই পবিত্র দিনে হাটহাজারী – বায়েজিদ সহ বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের এই দিনে তিনি এই কামনা করেন ব্যারিস্টার মীর হেলাল। সেই সাথে হাটহাজারী-বায়েজিদ এর সকল স্তরের মানুষকে ঘরে থাকার বিনীত আহ্বান জানান।
ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন,
অন্যকেও সুস্থ রাখুন।
আল্লাহ তায়ালা সবাইকে হেফাজতে রাখুন। আমীন।
ঈদ মোবারাক।