আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে করোনাকালীন দুঃসময়য়ে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড এর সাধারণ শ্রমজীবী মানুষের হাতে বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন উপস্থিত ছিলেন কাজী ইনামুল হক দানু’র সহধর্মিণী বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ চট্টগ্রাম মহানগরের জ্যাষ্ঠ সদস্য বেগম শামসুন্নাহার হক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সদস্য সাইফুদ্দীন খালেদ বাহার, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ন-আহ্বায়ক ফরিদ মাহমুদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য এম. আর. আজিম, কাজী ইনামুল হোক দানু’র পুত্র চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, চকবাজার থানা আওয়ামীলীগ এর সভাপতি শাহাবুদ্দীন আহম্মদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, যুগ্ন-সাধারণ সম্পাদক লায়ন সাইফুল ইসলাম ভুইয়া রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সারোয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগরের যুগ্ন-আহবায়ক মোঃ সাজ্জাদ হোসেন, সংগঠনের সদস্য যথাক্রমে ইশতিয়াক আহমেদ রুমি ও জয়নুদ্দীন আহমেদ জয়, যুবনেতা জিয়ানুল হোসেন জেকক, যুবনেতা তানজির শহীদ হিমেল, যুবনেতা মোঃ গিয়াসুদ্দীন, নূর হোসেন বুলু, মাকসুদ জামিল মারুফ, মোস্তফা শাকিল, সাইয়েদ ইবতিসাম, মোঃ আরিফ, মোঃ মাসুদুর রহমান, ইলিয়াস নিশান, শাহাদাত হোসেন পিন্টু, জয়ন্ত চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু ফাউন্ডেশন যে কোন দুর্যোগে, দুঃসময়ে খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়াবে ও তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িতে দেবে এবং পরবর্তী সময়ে আরো বড় পরিসরে ফাউন্ডেশনের কর্মকান্ড পরিচালিত হবে। তবেই এই ফাউন্ডেশন এর নামকরণ স্বার্থক হবে। ফাউন্ডেশনে চেয়ারম্যান বেগম শামসুন্নাহার হক কাজী ইনামুল হক দানু’র ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্খীদের সহায়তায় এর কার্যক্রমকে আরো বেগবান করার প্রত্যয় ব্যাক্ত করেন।