পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার

কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে গ্রামীণ মাঠের দক্ষিণে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- সুজন (২৯), মো. রাসেল (২১), মো. ইমন হোসনে (২২) ও মো. কফিল উদ্দিন ওরফে আবছার (২৪)।

রোববার (৯ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন আকারের স্টিলের তৈরি ৪টি ছোরা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।