শেষ হলো এসিসি বিজ স্টার প্রতিযোগিতার তৃতীয় আসর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাব (এসিসি) আয়োজিত বিজ স্টার প্রতিযোগিতার তৃতীয় আসর শেষ হয়েছে। দেশের প্রায় ২০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিক প্রতিযোগী দল।

শনিবার (৮ মে) পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় প্রতিযোগিতার এ আসর।

মাসব্যাপী প্রতিযোগিতার পর চ্যাম্পিয়ন দল হিসেবে নির্বাচিত হয় কগনেটিব ডিস্সোনেন্স। এছাড়া সিনবাদ এন কোং এবং এবসোল্যুট জিরো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানারআপ দল নির্বাচিত হয়।  এবারের প্রতিযোগিতায় তিনটি পর্ব ও দুইটি কর্মশালা হয়। প্রথম ও দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী প্রতিযোগীদের একটি অনলাইন কেইস সমাধান ও ভিডিও উপস্থাপন করতে দেওয়া হয়। এর মধ্যে থেকে বিচারকদের বিবেচনায় ৭টি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। ৭ মে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

করোনা পরিস্থিতি বিবেচনায় সম্পূর্ণ প্রতিযোগিতাটি অনলাইনে আয়োজিত হয়। চূড়ান্ত পর্ব, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ পর্ব আয়োজক  অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাবের (এসিসি) অফিসিয়াল ফেসবুক পেইজে লাইভ পরিবেশনা করা হয়।

প্রতিযোগিতার কনভেনর মির্জা নুসায়ের মোরসালীন বলেন, বর্তমান পৃথিবী আমাদের নতুন ধারণার সঙ্গে ক্রমাগত পরিচয় করিয়ে দিচ্ছে। যেখানে ব্যবসা অন্যতম ভূমিকা রাখছে। এরই পরিপ্রেক্ষিতে বিজ স্টার সিজন-৩ এর মূল লক্ষ্য ছিল ব্যবসায় কর্মকাণ্ডে উৎসাহী শিক্ষার্থীদের সেই সুযোগ করে দেওয়া। যাতে তারা ব্যবসায়িক জ্ঞান ও করপোরেট সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে।

এসিসির এ আয়োজনে স্পন্সর হিসেবে ছিল ই-লার্নিং পার্টনার বহুব্রীহি, হসপিটালিটি পার্টনার হোটেল হাইপারিয়ন সি-ওয়ার্ল্ড এবং আউটরিচ পার্টনার হিসেবে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।