বিশিষ্ট গবেষক আহমদ মমতাজ আর নেই

মিরসরাই প্রতিনিধি::: বাংলা একাডেমির সহ-পরিচালক, মিরসরাই’র ইতিহাস সমাজ ও সংস্কৃতি গন্থের লেখক, বিশিষ্ট গবেষক আহমদ মমতাজ ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৯ মে) ভোর ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদ আছর মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামে নিজ বাড়ির সামনে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাযায় লেখক, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আহমদ মমতাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিরসরাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ । প্রসঙ্গত, তিনি মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি ও বর্তমানে সিনিয়র সদস্য ছিলেন।