খালেদা জিয়া পাসপোর্ট পেলেও বিদেশ যাওয়ার অনুমতি পাননি

খালেদা জিয়া পাসপোর্ট পেলেও বিদেশ যাওয়ার অনুমতি পাননি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি মেলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর করা হয়নি। বিষয়টি তাদের জানিয়ে দেয়া হবে। আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, ফৌজদারী কার্যবিধির ৪০১ ধারার অধীনে খালেদা জিয়াকে বিদেশে যেতে দেয়ার কোন সুযোগ নেই।

এরআগে সকালে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত সোমবার থেকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি করোনা পরবর্তী নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়ার অনুমতি চেয়ে পরিবারের পক্ষে সরকারের কাছে আবেদন করা হয়।।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রি-ইস্যু করা পাসপোর্টটি তার পরিবারের হাতে এসে পৌঁছেছে। শনিবার সকালে আগারগাঁ পাসপোর্ট অফিস থেকে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারের কাছে এ পাসপোর্ট পৌঁছে দেয়া হয়। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য পাওয়া গেছে। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য মানবজমিনকে বলেন, শুনেছি পাসপোর্ট ম্যাডামের পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে। জানতে চাইলে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী মানবজমিনকে বলেন, বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করা হয়। পরে তা ইস্যুর প্রক্রিয়া শুরু হয়।
নিয়ম অনুযায়ী পাসপোর্টের জন্য সশরীরে উপস্থিত থেকে ফিঙ্গারপ্রিন্ট ও আবেদনপত্রে স্বাক্ষর দেয়ার নিয়ম থাকলেও খালেদা জিয়ার ক্ষেত্রে সেই শর্ত শিথিল করা হয়।

এদিকে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোন সিদ্ধান্ত জানানো হয়নি। রোববার সকালের মধ্যে আবেদনটি ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

করোনা ও শ্বাসকষ্টসহ নানা জটিলতায় বেগম জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে বিদেশে নেয়ার পরামর্শ দেয় তার জন্য গঠিত মেডিকেল বোর্ড।