চন্দ্রদর্শন ভিত্তিতে পৃথিবীতে একই দিনে পবিত্র ঈদ ও অন্যান্য ধর্মীয় দিবস পালনের আহবান

শাহসুফি মমতাজীয়া দরবার শরীফের জাতীয় সেমিনারে  অধ্যাপক ড. এম. শমশের আলী,প্রাক্তন উপাচার্য, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

চন্দ্র দেখে একই দিনে পবিত্র ঈদ উৎযাপন শীর্ষক জাতীয় সেমিনার ২০২১ (অনলাইন / ভার্সুয়াল) বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৪ টায় এফবি দুনিয়ায় অনুষ্ঠিত হয়। জাতীয় সেমিনারে সভাপতিত্ব করেন পীরে তরিকত, চন্দনাইশ শাহসুফি মমতাজীয়া দরবার শরীফের সাজ্জেদানশীন হযরতুল আল্লামা আলহাজ শাহসুফি মাওলানা মোহাম্মদ আলী মমতাজী ( মু. জি. আ.)। প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. এম. শমশের আলী। উক্ত সেমিনারে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন ড. মাওলানা একেএম মাহবুবুর রহমান, মুফতি ড. খাজা বাকিবিল্লাহ মিশকাত চৌধুরী, পীরজাদা মাওলানা মতি মিয়া মনছুর ( মু. জি. আ.), মুফতি আলী আহমদ, মাওলানা রেজাউল করিম, এম এম মোর্শেদ আলী, মাওলানা আবু সাঈদ চৌধুরী প্রমুখ। জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর ড. এম. শমশের আলী বলেছেন, আধুনিক যুগেও আমরা এখনো পিছিয়ে আছি। চন্দ্র দর্শন আধুনিক সময়ে সহজ করে দিয়েছে পৃথিবীকে । তিনি বলেছেন, চন্দ্রদর্শন ভিত্তিতে পৃথিবীতে একই দিনে পবিত্র ঈদ ও অন্যান্য ধর্মীয় দিবস গুলো পালনের করা এখন সময়ের দাবী। কিন্তু আমরা আজোও পিছিয়ে আছি। আমাদের সরকার ওআইসির সিদ্ধান্ত মতে একই দিন ঈদ ও অন্যান্য পবিত্র দিবস গুলো পালনের সঠিক সিদ্ধান্তে আসতেই হবে। না হয় আমরা বড় গুনাহ কাজের সাথে থাকছি। তিনি সরকারকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন করে সারা পৃথিবীর সাথে একই দিনে ঈদ ও ধর্মীয় অন্যান্য দিবস গুলো পালনের আহবান জানান