বাস ও হিউম্যান হলার সংঘর্ষে নিহত ১, অহত ৩

চান্দগাঁও থানার স্বাধীনতা কমপ্লেক্স সামনে বাস দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছে ২ জন। শুক্রবার (৭ মে) সন্ধা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জানা যায়নি। আহত ২ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, প্রমেণ বড়ুয়া (৩০) ও মো.বেলাল (২৫)।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া। তিনি জানান, বাস ও টিকটিকি সংঘর্ষে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম জানা যায়নি। আহত বাকি ২ জনকে ২৮ ও ২০ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।