মুক্তিযোদ্ধা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট ফজলুল করিম মৃত্যুবার্ষিকী

৮ মে শনিবার বীর মুক্তিযোদ্ধা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট এ. কে. এম ফজলুল করিম চৌধুরীর ৪২ তম মৃত্যুবার্ষিকী। ১৯৮০ সালে তিনি লিবিয়ান এয়ার ফোর্স মিগ-২১ ক্রাশ হলে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। স্বাধীনতা যুদ্ধে তিনি বীরত্বেও সাথে সক্রিয় অংশ গ্রহন করে অসম সাহসিকতার পরিচয় দেন। তাঁর এই বীরিত্বপূর্ণ অবদানের জন্য মুক্তিযোদ্ধা পদক ৯৬ মরত্তোর লাভ করেন। ছিলেন সত্তর দশকের ছাত্রলীগের একজন তুগোড় ছাত্রনেতা। নিজের গতিশীল ছাত্র আন্দোলনের জন্য ১৯৬৯-৭০ দশকে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করেন। আজ মুক্তিযোদ্ধা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট এ. কে. এম ফজলুল করিম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর গ্রামের বাড়ী রাঙ্গুনিয়ার থানার পোমরা ইউনিয়নের দারোগা বাড়িতে কারানখানী, কবর জেয়ারত ও এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ছিলেন মরহুম পুলিশ ইন্সপেক্টর আবুল ফজল চৌধুরীর প্রথম
সন্তান।