মহেশখালীতে আচরণবিধি লঙ্ঘনে দুই প্রার্থীকে অর্থদণ্ড

মহেশখালীতে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার হাসান মারুফ রাহাত ভ্রাম্যমাণ পরিচালনা করে দুই প্রার্থীকে এ অর্থদণ্ড দেন।

মহেশখালী উপজেলায় বই প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু ছালেহকে ১০ হাজার টাকা এবং পদ্মফুল প্রতীকের মিনু আরা ছৈয়দকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ রাহাত জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাতে গাড়ি বহর নিয়ে শোডাউন ও গাড়িতে মাইক বাজিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে তাদের জরিমানা করা হয়। একই সঙ্গে ওই দুই প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করার জন্য সতর্ক করা হয়েছে।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।