হালদায় চোরা শিকারিদের ৩২ হাজার ৮০০ ফুট জাল জব্দ

হালদায় চোরা মাছ শিকারিদের অপচেষ্টা রুখে দিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। নদীতে বসানো অবস্থায় উদ্ধার করেন ৩২ হাজার ৮০০ ফুট জাল।

রুহুল আমিন বলেন, হালদায় কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার মৌসুম চলছে। বড় বড় রুই-কাতলা ডিম ছাড়তে হালদায় বিচরণ শুরু করেছে। আমাদের জাতীয় সম্পদ এসব মা-মাছ শিকারের জন্য চোরা শিকারিরাও এখন ইফতারের আগে আগে ঘেরা জাল বসাতে তৎপর। তাদের আইনের আওতায় আনতে প্রশাসনিক নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, হালদার নিষিক্ত মা-মাছের ডিম থেকে যে রেণু ও পোনা হয় সেগুলো দ্রুত বড় হওয়ায় কদর বেশি সারা দেশের মাছচাষিদের কাছে।

এ অভিযানে আইডিএফ সদস্য, আনসার সদস্য, সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান সহায়তা করেন।