ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

 চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক হত্যার প্রতিবাদে গত ২৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় পশ্চিম মাদারবাড়ি ২৯ নং ওয়ার্ড সংলগ্ন ট্রাঙ্ক রোডে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এবং বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোটের যৌথ উদ্যোগে বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বেতনের দাবিতে আন্দোলনরত ৭ জন শ্রমিক হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়! মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ইয়ুথনেট টিমের সমন্বয়কারী মোঃ নাহিদ হোসেন প্রতিবাদ মানববন্ধন আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের কর্মীরা। মানববন্ধনের মাধ্যমে চট্টগ্রাম জেলার তরুণদের দাবি হচ্ছে কর্মক্ষেত্র হয়ে উঠবে সবার জন্য সমান অধিকার। এক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য দাবি পরিশোধ করা, মালিকপক্ষের দায়িত্ব ও কর্তব্য এর পাশাপাশি শ্রমিকদেরকে ন্যায্য মজুরি প্রদান করতে হবে ও কর্মস্থানে আলো-বাতাস ও বিশুদ্ধ পানি নিশ্চিত করো। পরিবেশবাদীদের দাবি এই ধরিত্রীকে বাঁচাতে হলে কার্বন নিঃসরন কমিয়ে আনতে হবে,এই পরিবেশকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।পরিবেশের বিভিন্ন দূষণ কমাতে হবে,প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে।পরিশেষে চট্টগ্রামের বাঁশখালীর এস আলম গ্রুপের শ্রমিক হত্যার বিচার চাই, কয়লা বিদ্যুৎ কেন্দ্রবন্ধের দাবিতে জোরালো প্রতিবাদ জানান।