না ফেরার দেশে আব্দুস সালাম আদু : শোকের ছায়া

বিশিষ্ট ব্যাবসায়ী ও সাংস্কৃতিক সংগঠক আব্দুস সালাম আদু আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) । চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব জাকির হোসেন কন্ট্রাক্টর এর পুত্র আব্দুস সালাম আদু চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ছিলেন গ্রুপ থিয়েটার ও অরিন্দম নাট্য সম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও ক্রীড়া সংগঠক। তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, মেজর জেনারেল (অব:) তারেক আহমেদ সিদ্দিক- এর বিয়াই হন। সকালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন মরহুম আব্দুস সালাম আদু। মরহুমের নামাজ এ জানাজা বাদ আছর চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মসজিদ অনুষ্ঠিত হয়। জানাযায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমদ সিদ্দিকি, চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিনসহ পদস্থ সামরিক কর্মর্কতা, বিভিন্ন রাজনৈতৈক নেততৃবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠক জানাজায় অংশ নেন। জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে মা বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম নাগরিক উদ্যোগ এর আহবায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বিটার সভাপতি শিশির দত্ত, জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার ও অরিন্দম নাট্য সম্প্রদায়ের সভাপতি আকবর রেজা, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।