তুরস্কের ইস্তাম্বুলে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিতব্য ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক্সিকিউটিভ কমিটির মন্ত্রী পর্যায়ের জরুরি সভা হবে।
সভায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে আজ বৃহস্পতিবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
ভূমিমন্ত্রীর সঙ্গে আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা উইংয়ের মহাপরিচালক এ এফ এম গাউসুল আজম সরকার।
ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মো. আব্দুল্লাহ আল নাহিয়ান এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, ওআইসির শীর্ষ সম্মেলন এবং নির্বাহী কমিটির বর্তমান চেয়ারম্যান তুরস্কের রাষ্ট্রপতি গত ১৫ মার্চ নিউজিল্যান্ডে সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা জানানো এবং সেখানে বসবাসরত মুসলিমদের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশের জন্য এই জরুরি সভা আহ্বান করেছেন।