ডা. শাহাদাত’র মুক্তির দাবিতে চট্টগ্রাম মহানগর সাংস্কৃতিক দলের প্রতিবাদ সভা

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনতার মেয়র ডা. শাহাদাত হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে প্রতিবাদ সভা এস.এস. সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মোঃ জাফর আহমদ, সাংস্কৃতিক দলের যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, বিএনপি নেতা রফিক সওদাগর, চান্দগাঁও থানা বিএনপি নেতা রিদুওয়ান, শাহজাহান, ফজল কবির, পারভেজ, জয়নাল আবেদীন, মোঃ শাহেদ, মোঃ রমজান আলী, মোঃ বাদশা, মোঃ হাবিব প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ডা. শাহাদাতের জনপ্রিয়তা দেখে সরকার দিশেহারা। যার কারণে মিথ্যা বানোয়াট সাজানো মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। সরকার নির্বাচন কমিশনারের যোগসাজসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের ফলাফল নিয়ে প্রতারণার অভিযোগে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করার কারণে ডা. শাহাদাতের বিরুদ্ধে সাজানো আরেকটি মামলা করে সরকার জনসম্মুখে হেয় পতিপন্ন করার চেষ্টা করছে। যথই ষড়যন্ত্র করা হোক না কেন, ডা. শাহাদাতের জনপ্রিয়তা মানুষের হৃদয় থেকে কখনো ছিনিয়ে নিতে পারবে না। বক্তারা আরও বলেন, সরকারের দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকানোর জন্য ডা. শাহাদাতকে গ্রেপ্তার করে মানুষের দৃষ্টি ভঙ্গি অন্যদিকে নেওয়ার চেষ্টা করেন। অবিলম্বে ডা. শাহাদাত, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, যুগ্ম সম্পাদিকা আঁখি সুলতানা সহ গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি চাই। এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ যেসমস্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় জনতার দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। প্রতিবাদ সভার পূর্বে খাজা রোড গাউসুল আলম জামে মসজিদে অসংখ্য মুসল্লিদের উপস্থিতিতে বিএপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও ডা. শাহাদাতের জন্য দোয়া করা হয়।