নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর জোট ওআইসির জরুরী বৈঠকে যোগ দিচ্ছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি নেতৃত্ব দেবেন বাংলাদেশ প্রতিনিধি দলের।
ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মোঃ আব্দুল্লাহ আল নাহিয়ান জানান, তুরস্কের বানিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে ২২ মার্চ (শুক্রবার) জরুরী এই বৈঠক অনুষ্ঠিত হবে। এজন্য আগামীকাল বৃহস্পতিবার রওনা হবেন ভূমিমন্ত্রী।
বৈঠকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। তুরস্ক সরকারের অনুরোধে বাংলাদেশের প্রতিনিধি দল পাঠানোর হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা উইংয়ের মহাপরিচালক গাউসুল আজম সরকারও মন্ত্রীর সাথে যাচ্ছেন।
প্রসঙ্গত ওআইসির চেয়ারম্যান তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এরদোয়ান গত ১৫ মার্চ নিউজিল্যান্ডে সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা জানানাে এবং সেখানে বসবাসরত মুসলিমদের সাথে একাত্ম ও সংহতি প্রকাশের জন্য এই জরুরী বৈঠক আহবান করেছেন।