হামাসের বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল

ইসরাইলের বিমান বাহিনী গুঁড়িয়ে দিয়েছে হামাসের বেশ কয়েকটি স্থাপনা। গত কয়েক সপ্তাহের মধ্যে এ নিয়ে দুবার এমন পাল্টা-পাল্টি আক্রমণ চললো। হামাসের হামলার পর শনিবার এর জবাব দেয় ইসরাইল। দেশটি জানিয়েছে, হামাসের ‘সন্ত্রাসীদের’ টার্গেট করে বিমান হামলা চালানো হয়েছে। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। এতে বলা হয়েছে, হামাসের প্রশিক্ষণ কেন্দ্র, বিমান ধ্বংসকারী মিসাইল লঞ্চার পোস্ট, একটি উৎপাদন কেন্দ্র এবং ‘সন্ত্রাসীদের’ চলাচলের একটি সুরঙ্গ ধ্বংস করেছে ইসরাইল।
স্থানীয়রা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে থাকা হামাসের দুটি প্রশিক্ষণ শিবির এবং মধ্য গাজায় হামাসের আরো এক অবস্থানে বোমা ফেলেছে ইসরাইল।

তবে হামাস দাবি করছে, তারা রকেট ছুড়ে যুদ্ধ জারি রেখেছে। সংগঠনটির এক মুখপাত্র বলেন, হামাস এখনো লড়ছে এবং ভেঙ্গে পড়েনি। এর আগে গত বৃহ¯পতিবার হামাস রকেট হামলা চালায় ইসরাইলে। জবাবে বিমান হামলা চালিয়ে হামাসের অবস্থান ধ্বংস করে দেয় ইসরাইল।