ময়নাতদন্ত শেষে ছয়জনের মরদেহ হস্তান্তর

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিচ্ছিন্নতাবাদীদের ব্রাশফায়ারে নিহত সাতজনের মধ্যে ছয়জনের মরদেহ ময়নাতদন্ত শেষ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, দুপুরে পোলিং অফিসার আল-আমিন, মো. আমির হোসেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (বিডিপি) সদস্য বিলকিস আক্তার, আসনার সদস্য মিহির কান্তি দত্ত, জাহানারা বেগম, গাড়ির হেলপার মন্টু চাকমার মরদেহ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে আনা হয়। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া সাজেক থানার দুই পুলিশ সদস্য ইউনুস আহম্মেদ ও আ. আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে বিচ্ছিন্নতাবাদীদের ব্রাশফায়ারে প্রিজাইডিং অফিসারসহ সাতজন নিহত হন। এ ঘটনায় আহত হন ১৭ জন।