ফেসবুকে মিথ্যা প্রচারণা চালিয়ে ইউপি সদস্যকে হয়রানির অভিযোগ

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় বেলাল উদ্দিন নামে এক ইউপি সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যাভাবে প্রচারণার অভিযোগ ওঠেছে মাহামুদুল করিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ইউপি সদস্য বাদী হয়ে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলার বারবাকিয়া ইউপির বারাইয়্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
বারবাকিয়া ইউপির সদস্য বারবাইয়্যাকাটা এলাকার মৃত মুহাম্মদ শরীফের ছেলে বেলাল উদ্দিন বলেন, দীর্ঘবছর ধরে স্থানীয় জনগণের চলাচলের একটি সড়ক একই এলাকার আমিন শরীফের ছেলে মাহামুদুল করিম ঘেরাও দিয়ে দখল করে নেন। গত শুক্রবার স্থানীয় মসজিদের মুসল্লীরা এ ঘটনার প্রতিবাদ করলে তিনি নিজেকে আ’লীগ নেতা বলে হুমকি প্রদান করে দখলকৃত সড়ক ছেড়ে দিবেনা মর্মে হুমকি প্রদান করেন। এঘটনার পর দেখতেছি তিনি আমি ও আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে ফেসবুকে। এমনকি তিনি নিজে সড়ক জবর দখল করলেও আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের অব্যাহত রেখেছেন। সর্বশেষ বারবাকিয়ার তহসিলদার সরেজমিন এসে আমাদের বসতভিটা পরিমাপ করে গিয়েছেন। কোন ধরণের সরকারি খাস জমি আমাদের দখলে নাই। তিনিই সরকারি জায়গা জবর দখল করে রেখেছেন। এছাড়াও তিনি গত নির্বাচনে আমার বিরুদ্ধে ভোট করে মাত্র ১৯ ভোট পেয়েছিলেন। সেই থেকে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমার মানহানী হওয়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
ওই এলাকার সমাজ সর্দার সালেহ আহমদ ও সাকের আহমদ বলেন, মাহামুদুল করিম সড়ক দখল করে খুব খারাপ কাজ করেছে। তার কারণে অত্যাচার নির্যাতনে আমরা সাধারণ জনগণ অতিষ্ঠ। কেউ তার অন্যায়ের প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে। বৃদ্ধ ছাবের আহমদকে মারধর, আলম মেম্বারের গাছ চুরি ও বারবাকিয়ায় আ’লীগ অফিস বিক্রি করার মত গুরুতর অভিযোগ রয়েছে। বর্তমানে মেম্বার বেলালকে হয়রানি শুরু করেছে। পেকুয়া উপজেলা  আ’লীগের সিনিয়র নেতা ও এমপি মহোদয়ের  প্রতি অনুরোধ তার লাগাম টেনে ধরা হউক। থানা প্রশাসনের প্রতি অনুরোধ মিথ্যা প্রচারণার অভিযোগটি যথাযত তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হউক।