‘বিশ্ববিদ্যালয়ের অর্জিত জ্ঞান দেশ-জাতির কল্যাণে ছড়িয়ে দিতে হবে’

১৯ মার্চ দুপুর ১২ টায়চট্টগ্রামবিশ^বিদ্যালয়আন্তর্জাতিকসম্পর্ক বিভাগেরবিদায় সংবর্ধনা-২০১৮ চবিসমাজবিজ্ঞানঅনুষদ অডিটোরিয়ামেঅনুষ্ঠিতহয়। অনুষ্ঠানেপ্রধানঅতিথি হিসেবেউপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রামবিশ^বিদ্যালয়েরমাননীয়উপাচার্য প্রফেসর ড. ইফতেখারউদ্দিন চৌধুরী। এতে বিশেষঅতিথির বক্তব্য রাখেনচবিমাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণআখতার, সমাজবিজ্ঞানঅনুষদের ডিনপ্রফেসর ড. ফরিদ উদ্দিনআহামদ, আন্তর্জাতিকসম্পর্ক বিভাগেরসাবেকসভাপতিপ্রফেসর ড. মোহাম্মদ মাহমুদুলহক, পরীক্ষানিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুস্তাফিজুররহমানসিদ্দিকীএবংপ্রক্টরপ্রফেসর মোহাম্মদ আলীআজগর চৌধুরী ।
মাননীয়উপাচার্য তাঁরভাষণেবিদায়ীশিক্ষার্থীদের আন্তরিকঅভিনন্দন জানান। তিনিবলেন, বিদায়ীশিক্ষার্থীরা এ বিশ^বিদ্যালয়ে দীর্ঘ সময় পার করেশিক্ষাজীবন শেষেজীবনেরবৃহত্তরপরিসরেনতুনকরেঅবগাহনকরতেচলেছে। তাদের এই নতুনজীবনে দেশ ও জাতিরপ্রতিরয়েছেঅনেকবড় দায়িত্ব। মাননীয়উপাচার্য বলেন, বিদায়ীরাবিশ^বিদ্যালয় থেকে অর্জিতজ্ঞানসততা-দক্ষতার সাথে কাজেলাগিয়ে দেশে-বিদেশে সরকারি-বেসরকারিবিভিন্নপ্রতিষ্ঠানেসুউচ্চআসনেঅধিষ্ঠিতহয়েজ্ঞাননির্ভরসমাজপ্রতিষ্ঠায়কাঙ্খিতভূমিকারাখেবেএটাইপ্রত্যাশিত। তিনিবিদায়ীশিক্ষার্থীদেরপ্রতিটি ক্ষেত্রেসফলতাকামনাকরেন।
আন্তর্জাতিকসম্পর্ক বিভাগেরসভাপতিজনাব হেলালউদ্দিনআহম্মদ এরসভাপতিত্বে অনুষ্ঠানে উক্ত বিভাগেরসহযোগীঅধ্যাপক ড. মো: কামালউদ্দিন ও সহকারীঅধ্যাপকজনাব মোহাম্মদ নিয়াজ মোরশেদসহ উক্ত বিভাগের সম্মানিতশিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবংবিপুলসংখ্যকশিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপনাকরেন উক্ত বিভাগেরশিক্ষার্থী নাঈম হোসেনএবংদ্বীপ্তাশর্মা। সবশেষেবিভাগেরশিক্ষার্থীদের পরিবেশনায়অনুষ্ঠিতহয়মনোজ্ঞসাংস্কৃতিকঅনুষ্ঠান।