লকডাউনের দ্বিতীয় দিনে কাপ্তাইয়ে মামলা ও জরিমানা আদায়

 লকডাউন কার্যকরী করতে কঠোর অবস্থান নিয়েছে কাপ্তাই উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর নিউজ চট্টগ্রামের

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১০ টা থেকে বেলা দেড়’টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপজেলা সদর, কেপিএম আবাসিক এলাক, বারঘোনিয়া গেইট, কলাবাগান এবং রেশম বাগান এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধজনিত কারনে ১৪ টি মামলায় ৪ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেন। এরমধ্যে দণ্ডবিধির ২৬৯ ধারায় ২ টি মামলায় ২শ’ টাকা, দণ্ডবিধির ১৮৮ ধারায় ৮ টি মামলায় ১ হাজার ৫শ’, সড়ক পরিবহন আইনের ২ টি মামলায় ৬শ’ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। এদিকে, লকডাউন কার্যকর করতে কাপ্তাই থানা এবং চন্দ্রঘোনা থানা পুলিশের সদস্যদের তৎপরতা চোখে পড়া মতো। কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশ সদস্যরা কাপ্তাই নতুন বাজার এলাকায় এবং চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা বাঙ্গালহালিয়া বাজারে প্রচার প্রচারনা চালায়।