মিরসরাইয়ে সাংবাদিক সুজনের রহস্যজনক মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::: চট্টগ্রামের মিরসরাইয়ে দৈনিক ইত্তেফাক এর মিরসরাই প্রতিনিধি সুজন চন্দ্র মন্ডলের (৪০) রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১০টার নাগাদ তাঁর ব্যক্তিগত অফিস কক্ষের সিলিং এর সাথে ঝুলানো অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করেছে। গতকাল রবিবার ময়না তদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও তাঁর পরিবারের লোকজন জানায়, শনিবার বেলা ১২টা থেকে সুজন নিজের অফিস কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ রাখে। দুপুরের নাগাদ তাঁর একমাত্র মেয়ে দরজার বাহির থেকে বাবা বাবা বলেও সাড়া শব্দ মেলেনি। এরপর পরিবারের লোকজন ভেবেছিলো অফিস কক্ষে সে ঘুমাচ্ছে। পরে রাত হলেও তার কোন হদিস না মেলায় পুলিশকে খবর দেয়া হয়। এরপর পুলিশ দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে সিলিং এর সাথে প্লাষ্টিকের একটি পাইপে তাঁর নিথর দেহ ঝুলে থাকতে দেখে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান জানান, সাংবাদিক সুজনের মরদেহ উদ্ধারের সময় আমাদের যা অনুমেয় হয়েছে তা এটি একটি আত্মহত্যা। তবে আমরা একটি বিষয়ে নিশ্চিত হতে পেরেছি বেশকিছুদিন যাবৎ তিনি মানসিকভাসে সুস্থ ছিলেন না। একধরণের হতাশার মধ্যে ছিলেন। মরদেহ আমরা ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। রিপোর্ট আসলে প্রকৃত কারণ জানা যাবে। প্রসঙ্গত, সাংবাদিক সুজন মিরসরাইয়ের জ্যেষ্ঠ সাংবাদিক নীরদ বরণ মন্ডলের একমাত্র সন্তান। সাংবাদিকতার পাশাপাশি তিনি স্থানীয় একটি বেসরকারী হাসপাতালের সহকারী ব্যবস্থাপকের চাকুরি করতেন। পারিবারিক জীবনে সুজন এক কন্যা সন্তানের জনক।