নাগরিক-সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলমের প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার

চট্টগ্রামের নাগরিক-সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলমের প্রথম মৃত্যুবার্ষিকী ২ এপ্রিল শুক্রবার । গতবছর এই দিনেই অকস্মাৎ হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল( ইন্না..রাজেউন) করেন তিনি ।
অকাল প্রয়াত এই সাংস্কৃতিক-নাগরিক সংগঠকের মৃত্যু বার্ষিকীতে আজ পারিবারিক ও সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।
বাদ আছর দক্ষিণ বাকলিয়ায় তাঁর বাসভবনে এবং বাদ মাগরিব মোমিন রোড কদম মোবারক জামে মসজিদে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সদ্য সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন উপস্থিত থাকবেন।
কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রগতিশীল নাগরিক সংস্কৃতিক সংগঠক সহ নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক সাংবাদিক রিরাজ হায়দার চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
এদিকে, বিকেল চারটায় চৈতন্য গলিস্হ মরহুমের কবরস্থানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে ।
উল্লেখ্য খোরশেদ আলম চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়কারী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। চট্টগ্রামের সাংস্কৃতিক রাজনৈতিক ও নাগরিক আন্দোলন সহ নানা উদ্যোগ আয়োজনের সাথে তিনি যুক্ত ছিলেন।