চুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সোমবার থেকে শুরু হয়েছে। কেন্দ্রিয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, রেজিস্ট্রার (অতি: দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, প্রভোস্টগণের পক্ষে শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: আব্দুর রশীদ, উপ-ছাত্রকল্যাণ পরিচালক জনাব মোহাম্মদ তারেকুল আলম। সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।