কওমি মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশনা

করোনা মোকাবিলায় কওমি মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার গণমাধ্যমকে তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিশেষ অনুরোধে কওমি মাদ্রাসাগুলো চালুর অনুমতি দেওয়া হয়েছিল। nullhttps://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2361064014005427&output=html&h=327&adk=3792939027&adf=2691062062&pi=t.aa~a.829776362~i.7~rp.4&w=393&lmt=1617048858&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2711853851&psa=1&ad_type=text_image&format=393×327&url=http%3A%2F%2Fwww.newschattogram24.com%2F%25e0%25a6%2595%25e0%25a6%2593%25e0%25a6%25ae%25e0%25a6%25bf-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25b9-%25e0%25a6%25b8%25e0%25a6%25ac-%25e0%25a6%25a7%25e0%25a6%25b0%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0%2F%3Fpreview%3Dtrue%26frame-nonce%3D5464d41a3b&flash=0&fwr=1&pra=3&rh=303&rw=363&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1617048858975&bpp=13&bdt=1689&idt=-M&shv=r20210322&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dec400aaa9d7d24ca-223b686be2c50003%3AT%3D1612035720%3ART%3D1612035720%3AS%3DALNI_MZ_BpEESBGugOQQL2GmsBwWpgZ8qg&prev_fmts=0x0&nras=2&correlator=2635347474130&frm=20&pv=1&ga_vid=60281149.1617048858&ga_sid=1617048858&ga_hid=1033841792&ga_fc=0&u_tz=360&u_his=1&u_java=0&u_h=873&u_w=393&u_ah=873&u_aw=393&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=825&biw=393&bih=720&scr_x=0&scr_y=0&eid=182984000%2C182984200%2C21066428%2C31060004%2C44740079%2C31060474%2C44739387%2C21066973&oid=3&pvsid=680873273695295&pem=234&rx=0&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C393%2C0%2C393%2C720%2C393%2C720&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=8320&bc=23&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=jFDG00Z9JS&p=http%3A//www.newschattogram24.com&dtd=33

‘কিন্তু এখন করোনাভাইরাসের সংক্রমণ অনেক গুণ বেড়ে গেছে। অনেকে মারা যাচ্ছেন। আজও অনেকে মারা গেছেন। এ জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কওমি মাদ্রাসাগুলো এর অন্তর্ভুক্ত থাকবে।’https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2361064014005427&output=html&h=327&adk=3792939027&adf=3598912293&pi=t.aa~a.829776362~i.9~rp.4&w=393&lmt=1617048859&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2711853851&psa=1&ad_type=text_image&format=393×327&url=http%3A%2F%2Fwww.newschattogram24.com%2F%25e0%25a6%2595%25e0%25a6%2593%25e0%25a6%25ae%25e0%25a6%25bf-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25b9-%25e0%25a6%25b8%25e0%25a6%25ac-%25e0%25a6%25a7%25e0%25a6%25b0%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25b0%2F%3Fpreview%3Dtrue%26frame-nonce%3D5464d41a3b&flash=0&fwr=1&pra=3&rh=303&rw=363&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1617048858975&bpp=6&bdt=1689&idt=-M&shv=r20210322&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dec400aaa9d7d24ca-223b686be2c50003%3AT%3D1612035720%3ART%3D1612035720%3AS%3DALNI_MZ_BpEESBGugOQQL2GmsBwWpgZ8qg&prev_fmts=0x0%2C393x327&nras=3&correlator=2635347474130&frm=20&pv=1&ga_vid=60281149.1617048858&ga_sid=1617048858&ga_hid=1033841792&ga_fc=0&u_tz=360&u_his=1&u_java=0&u_h=873&u_w=393&u_ah=873&u_aw=393&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=1281&biw=393&bih=720&scr_x=0&scr_y=0&eid=182984000%2C182984200%2C21066428%2C31060004%2C44740079%2C31060474%2C44739387%2C21066973&oid=3&pvsid=680873273695295&pem=234&rx=0&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C393%2C0%2C393%2C720%2C393%2C720&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=8320&bc=23&ifi=3&uci=a!3&btvi=2&fsb=1&xpc=BvE2WRg2cF&p=http%3A//www.newschattogram24.com&dtd=49

এদিকে দেশে করোনা সংক্রমণ আবার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সব ক্ষেত্রে সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।

সোমবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউসের স্বাক্ষরে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব নির্দেশনা অবিলম্বে সারাদেশে কার্যকর হবে এবং আপাতত অন্তত দুই সপ্তাহ বলবৎ থাকবে।

যেসব এলাকা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে, সেসব জায়গায় আন্তঃজেলা যান চলাচল সীমিত করা, প্রয়োজনে বন্ধ রাখার কথা বলা হয়েছে নতুন নির্দেশনায়। 

বিনোদন ও পর্যটনকেন্দ্রে জনসমাগম সীমিত করার পাশাপাশি মেলা বা সামাজিক অনুষ্ঠানে নিরুৎসাহিত করতে বলা হয়েছে।

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এতদিন বন্ধই ছিল, তার সঙ্গে মাদ্রাসাও বন্ধ রাখতে বলা হয়েছে। গণপরিবহন এবং হোটেল-রেস্তোরাঁয় মানুষের সংখ্যা আসন সংখ্যার অর্ধেকের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেছে সরকার।