সেচের অভাবে মরে যাচ্ছে ক্ষেত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ পার্বত্য জেলার কাউখালী উপজেলার পাহাড়ী এলাকা থেকে শুরু হওয়া
খাসখালী খাল রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের মেলুয়া, কলমপতি, হিংগলা, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ওয়াহেদের খীল, আইলী খীল, ঢেউয়া পাড়া, সাপলঙ্গা, জলিল নগর বাস ষ্টেশন, হাজী পাড়া, শরীফ পাড়া রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা এলাকার উপর দিয়ে প্রবাহিত হয়ে কাগতিয়া খালের সাথে মিলিত হয়েছে । খাসখালী খালে পাহাড় থেকে নেমে আসা পানি দিয়ে খাসখালী খালের তীরবর্তী রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের মেলুয়া, কলমপতি, হিংগলা, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ওয়াহেদের খীল, আইলী খীল, ঢেউয়া পাড়া, সাপলঙ্গা, জলিল নগর বাস ষ্টেশন, হাজী পাড়া, শরীফ পাড়া রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর বিনাজুরী ইউনিয়নের লেলাঙ্গারা এলাকার কৃষকেরা শুস্ক মৌসুমে খাসখালী খালের পানি সেচের মাধ্যমে ব্যবহার করে সব্জি ক্ষেত ও বোরো ধানের চাষাবাদ করেন । খাসখালী খালের উজানে ডাবুয়া ইউনিয়নের মেলুয়ায়, হিংগলা নতুন পাড়া, ডাবুয়া রাবার বাগান, দক্ষিন হিংগলা শান্তি নগর, কলমপতি এলাকায় খালে পাওয়ার পাম্প বসিয়ে বালু উত্তোলন করছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি । খাসখালী খালের উজানে পাওয়ার পাম্প বসিয়ে বালু উত্তোলন করার সময়ে পাওয়ার পাম্পের পাইপের মাধ্যমে পানি সহ বালু উত্তোলন করে। বালুগুলো স্তুপ করে রাখার পর বালুর সাথে উত্তোলন করা পানি খালে না ফেলে বালুর স্তুপের পাশে জমিতে ফেলে দেওয়ায় উজান থেকে খাল দিয়ে নিচু এলাকায় খালে পানি নামছেনা । নিচু এলাকায় খাসখালী খালে পানি উজান থেকে না আসায় এলাকার কৃষকেরা তাদের স্িজ ক্ষেতে ও বোরো ধানের ক্ষেত সেচের পানির দিতে পারছেনা । এতে বিপুল পরিমান সব্জি ক্ষেত ও বোরো ধানের ক্ষেত সেচের পানির অভাবে মরে যাচ্ছে । রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ডের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, হাজী পাড়া ও শরীফ পাড়া এলাকায় ৫০ একর সমপরিমান ফসলী জমিতে শুস্ক মৌসুমে আলু, মরিচ, টমটো, বেগুন, শালগম, ফুল কপি, বাধা কপি, শিম, বরবটি, পটল, ঝিঙ্গা, কইদ্যা, কাকরল, বাদাম, মিষ্টি আলু, ধন্যাপাতা, ঢেড়শ, বিভিন্ন প্রজাতির শাক, বাঙ্গী ও তরমুজ সহ বিভিন্ন ধরণের সব্জি ক্ষেতের চাষাবাদ ও বোরো ধানের চাষাবাদ করেন এলাকার কৃষকেরা । গত এক সাপ্তাহ ধরে উজান থেকে খালে পানি আসায় সব্জি ক্ষেত ও বোরো ধানের ক্ষেতে খাল থেকে সেচের পানি দেওয়া সম্ভব না হওয়ায় বিপুল পরিমান সব্জি ক্ষেত ও বোরো ধানের ক্ষেত মরো যাচ্ছে । এ ব্যাপারে রাউজান উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সজল কুমার চন্দ বলেন, শরীফ পাড়া, হাজী পাড়া এলাকায় বিপুল পরিমান জমিতে সব্জি ক্ষেত ও বোরো ধানের ক্ষেতে সেচ সংকট এর ব্যাপারে এলাকার কৃষকেরা আমাকে জানিয়েছেন । এলাকার কৃষকদের সব্জি ক্ষেত ও বোরো ধানের ক্ষেতে সেচ সংকট নিরসনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ।