Mi 10S লঞ্চ করলো Xiaomi

কথা মত Xiaomi আজ ঘরেলু মার্কেটে Mi 10S লঞ্চ করলো। মি ১০ সিরিজের পঞ্চম ফোন হিসাবে একে বাজারে আনা হয়েছে। এর আগে শাওমি এই সিরিজের Mi 10, Mi 10 Pro, Mi 10 Ultra, এবং Mi 10 Lite ফোনগুলি লঞ্চ করেছিল। মি ১০এস ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনে আছে ৯০ হার্টজ AMOLED ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ১২ জিবি পর্যন্ত র‌্যাম, ৪,৭৮০ এমএএইচ ব্যাটারি। Xiaomi Mi 10S এর দাম শাওমি মি ১০এস তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। যেগুলি হল ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এই তিন ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৭,০০০ টাকা), ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৩৯,২০০ টাকা), ৩,৭৯৯ ইউয়ান (প্রায় ৪২,৬০০ টাকা)। ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে- ব্ল্যাক, ব্লু ও হোয়াইট। ফোনটি গ্লোবাল মার্কেটে কবে আসবে তা জানা যায়নি। Xiaomi Mi 10S এর স্পেসিফিকেশন শাওমি মি ১০এস ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লের রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল, রিফ্রেশ রেট ৯০ হার্টজ, টাচ স্যাম্পেলিং রেট ১৮০ হার্টজ, ১,১২০ নিটস ব্রাইটনেস। আবার এতে আছে ১০০ শতাংশ DCI-P3 কালার গ্যামুট। স্ক্রিনের প্রটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। Mi 10S ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। গ্রাফিক্সের জন্য রয়েছে এড্রেনো ৬৫০ জিপিইউ। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.0) সহ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনের তাপ নিয়ন্ত্রণের জন্য লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য মি ১০এস ফোনের পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা বর্তমান। এর প্রাইমারি ক্যামেরা OIS সাপোর্ট ও এফ/১.৬৯ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ১২৩ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ১৩ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স (এফ/২.৪ অ্যাপারচার), ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স (এফ/২.৪ অ্যাপারচার) ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪ অ্যাপারচার)। এই ক্যামেরা ৩০এফপিএস-এ 8K ভিডিও রেকর্ড করতে দেবে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ৪,৭৮০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে ৩৩ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং (৫৬ মিনিটে ফুল চার্জ হবে), ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং (৬৯ মিনিটে ফুল চার্জ হবে), ১০ ওয়াট ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট। Xiaomi Mi 10 OS এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ডুয়াল সিম সাপোর্ট, 5G, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.১, ডুয়াল-ফ্রিকোয়েন্সি জিপিএস, এনএফসি, আইআর ব্লাস্টার, ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনে হরমন কারডন টিউনর করা ডুয়েল লাইনার স্টেরিও স্পীকার আছে, যা ৩৬০ ডিগ্রী সারাউন্ড সাউন্ড অফার করবে। মি ১০এস ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ কাস্টম স্কিনে চলে।