ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনা নিয়ে তামিমের টুইট

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি মসজিদে বন্ধুকধারীর হামলায় এখন পর্যন্ত ৯ জন নিহতের খবর পাওয়া গেছে। ওই মসজিদে জুম্মার নামাজ পড়তে যাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটাররা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।এ হামলার ঘটনা নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন টাইগারদের দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।

টুইটারে তামিম লিখেছেন, ‘বন্ধুকধারীদের হাত থেকে গোটা দল রক্ষা পেয়েছে। ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। দয়া করে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে আল নূর মসজিদে এই হামলার ঘটনা ঘটে। তবে হতাহতদের মধ্যে আর কোনো বাংলাদেশি রয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট সার্বক্ষণিকভাবে দেশে অবস্থান করা বিসিবির কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। নিউজিল্যান্ডে টাইগারদের অবস্থান করার বিষয়ে তিনি যেকোনো সময় মিডিয়ার কাছে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন।