সমাজ সমীক্ষা সংঘ

জাতিরসংকট মোকাবেলায় মহান ভাষা আন্দোলনের সংগ্রামী চেতনাকে ধারণ করে বৃহত্তর ঐক্যে গড়ে তুলতে হবে।
সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতিবিষয়কগবেষণাধর্মী সংগঠনসমাজসমীক্ষাসংঘএর পক্ষ থেকে আন্তর্জাতিকমাতৃভাষাদিবসপালনউপলক্ষ্যে মহানভাষা আন্দোলনেরশহীদের প্রতিশ্রদ্ধাজানিয়েশহীদ মিনারেপ্রভাতফেরীসহকারেপুষ্পস্তবকঅর্পনকরাহয়।এরপরসংগঠনেরকার্যালয়েঅনুষ্ঠিতআলোচনাসভায়সভাপতিত্ব করেনসমাজসমীক্ষাসংঘেরসভাপতিকাজীমাহমুদ ইমামবিলু। আলোচনাসভায়অন্যান্যরমধ্যে বক্তব্য রাখেনসংগঠনেরপরিচালক দেবাশীষরায়, কল্লোল দাশ, সাইফুদ্দিনআহমেদ মিনহাজ, পল্লব গুপ্ত বিপুল, রুবেল দত্ত, মিথুন ঘোষ, কিশোরকুমার দাশ, সানি দত্ত প্রমুখ।

আলোচনাসভায়বক্তারা বলেন, মহানভাষা আন্দোলনআমাদের স্বাধীনতা আন্দোলনেরভিত্তিরচনাকরেছিল। বাঙ্গালী জাতি স্বীয়ভাষাকেরাষ্ট্রভাষারমর্যাদায়প্রতিষ্ঠিতকরতে যে আত্নত্যাগ স্বীকারকরেছিলতাপৃথিবীরবুকেনজিরবিহীন।মাতৃভাষারমর্যাদারক্ষায় সেদিনসমগ্রজাতি এক কাতারেএসে দাড়িয়েছিল। রফিক, শফিক, বরকতএর রক্ত সেদিনআমাদের শিখিয়েছিল রক্ত দিয়েনিজেরঅধিকারপ্রতিষ্ঠাকরতেহবে। যারফলশ্রুতিতেপরবর্তীতেমহান স্বাধীনতাযুদ্ধে এক সাগর রক্ত ও অসংখ্য মা-বোনের সম্ভ্রমেরবিনিময়েবিশ্বে স্বাধীন দেশ হিসেবেবাংলাদেশেরআত্নপ্রকাশহয়েছিল।কিন্তু কাঙ্খিত মুক্তি আমরাপ্রতিষ্ঠিতকরতেপারিনি। আজওঅন্ধকারের অপশক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। গণতন্ত্রহীনতা, ধর্মীয় গোঁড়ামি, বদ্ধ সংস্কার ও অন্ধকারের অপশক্তি আজআমাদের সামনেনতুনচ্যালেঞ্জনিয়েহাজিরহয়েছে।বক্তারা বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণেরজন্যআবার ২১ এর চেতনায়বৃহত্তর ঐক্য গড়েতুলতেহবে। নতুনদিনেরতারুণ্য রফিক, শফিকবরকতের পথ ধরেআবারোপথহারাজাতিকে পথ দেখাবে।