হাটহাজারী ভূমি অফিসে দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)।
আজ সোমবার (১১ মার্চ) দুপুর বারোটা দিকে তাদের ৫দিন করে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার মোঃ আবুল কালাম আজাদের ছেলে মোঃ শফিউল আজম(৪৫) ও একই এলাকার মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ হারুন(৪৫)।
সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খিসা জানান, দুপুর বারোটার দিকে হঠাৎ সি সি ক্যামরায় লক্ষ করলাম সাজাপ্রাপ্তরা একে অপরের সাথে উচ্চস্বরে ঝগড়া করছে। তাদের সন্দেহ হওয়ায় তাদের আটক করে তাদের কাছে একটা স্ট্যাম্প পাই তখনি বুঝতে পারি তারা দালাল কারণ স্ট্যাম্পে জনৈক ব্যক্তিকে ভূমি অফিস থেকে কাগজ বের করে দিবে বলে ১ লক্ষ টাকার চুক্তি করে। কাজটি করতে না পেরে তাদের এ ঝগড়া। দালাল প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক তাদের ৫দিন করে সাজা প্রদান করি। এখানে দালালদের কোন স্থান নেই জানিয়ে তিনি বলেন ইতিমধ্যে দালালদের সতর্ক করে বাইরে নোটিশ দেয়া হয়েছিল।
থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দু’জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।