সবাইকে ঐক্য হয়ে কাজ করার জন্য আহ্বান জানান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ ও বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার যৌথ উদ্যোগে গত ১৯ ফেব্রুয়ারি শুক্রবার দামপাড়া পল্টন রোডস্থ সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর বাড়ির সম্মুখে মহান ভাষা দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ দক্ষিণ জেলার সভাপতি সৈয়দুল আলমের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়ুয়া সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহ্ছুফি আমানত খাঁন (রাঃ) এর আউলাদ আলহাজ্ব শাহ্জাদা মুহাং ফৌজুল কদির খাঁন (বাবলু মিয়া), বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের উপদেষ্টা মুহাম্মদ আলী, আলহাজ্ব সাজেদুল আলম চৌধুরী মিল্টন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাসান মাহবুব, চট্টগ্রাম মহানগর’র যুগ্ম সাধারণ সম্পাদক নওশের সেলিম, খোরশেদ আলম বাবুল, মোঃ মাসুম, মোঃ মঞ্জু মিয়া, ইকবাল আলম, এড. ফিরোজ আহমদ, সুমন সিংহ, মোঃ রিদুয়ান, মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, আলী আকবর রনি, মোঃ ফয়সাল, মোঃ শাহীন, নুর হোসেন দুলাল, দেলোয়ার হোসেন, আল আমিন বহদ্দার, দুলাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মাহফুজ আহমদ, মোঃ মহীম, তরিকুল বাহার, মোর্শেদ আলম। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা ঝটিকা বড়ুয়া। পরিশেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সিনিয়র ভাইস চেয়ারম্যান শওকতুল আনোয়ারের রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্য হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।