চবি উপাচার্যকে চবি বিএনসিসি’র সম্মাননা

 

নারী শিক্ষায় অবদান, নারীর উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রামবিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার‘বেগম রোকেয়া পদক ২০২০’ অর্জন করায় চবি বিএনসিসি’র পক্ষ থেকে চবিমাননীয়উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদানকরাহয়। ৯ ফেব্রুয়ারি ২০২১ দুপুর ১২.৩০ টায়চবিউপাচার্য দপ্তরেমাননীয়উপাচার্যকে এ সম্মাননা ক্রেস্ট প্রদানকরাহয়। এসময়বিএনসিসি’রকমান্ডিংঅফিসারপ্রফেসর ড. মোহাম্মদ শওকতুল মেহের, বিএনসিসি’রপিইউওপ্রফেসর ড. মোঃতৌহিদ হোসেন চৌধুরী, সেকেন্ড লে. প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, সেকেন্ড লে. প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, পিইউও ড. শহিদুলহক, পিইউও ড. মোহাম্মদ জহিরুলকাইয়ুম, পিইউও (ভারপ্রাপ্ত) ফারহানারুমঝুমভূঁইয়া, পিইউও (ভারপ্রাপ্ত) নাসরিনআকতার, পিইউও (ভারপ্রাপ্ত) ড. সোহাগমিয়াসহবিএনসিসিক্যাডেটবৃন্দউপস্থিত ছিলেন।

মাননীয়উপাচার্য বিএনসিসি’রকমান্ডিংঅফিসারএবংক্যাডেটবৃন্দকে আন্তরিকশুভেচ্ছাজানান। তিনিবলেন, চট্টগ্রামবিশ^বিদ্যালয়বিএনসিসিক্যাডেটবৃন্দ অত্যন্তসুশৃংখলএবং চৌকষএকটি দল। চবি’রবিএনসিসি’রক্যাডেটবৃন্দ পড়ালেখারপাশাপাশি দেশ-জাতির যে কোনোনিয়মানুবর্তীপ্রয়োজনেযেভাবেঝাঁপিয়েপড়েমানবতারকাজেআত্মনিয়োগকরে থাকেনতাঅত্যন্তপ্রশংসনীয়। মাননীয়উপাচার্য বিএনসিসি’রক্যাডেটএবংকমান্ডারবৃন্দকে তাঁদের নৈমিত্তিককাজেরপাশাপাশিআর্ত মানবতার সেবায়অধিকতরনিয়োজিতরাখারআহবানজানান