মিয়ানমারে টেলিনর নেটওয়ার্ক পুনরায় চালু

মিয়ানমারে নেটওয়ার্ক পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে নরওয়ের টেলিযোগাযোগ কো¤পানি টেলিনর। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় কো¤পানিটি। গত সপ্তাহে দেশটির গণতান্ত্রিক শাসককে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর বন্ধ করে দেয়া হয়েছিল মোবাইল নেটওয়ার্ক। এক সপ্তাহবাদে আবারো চালু হচ্ছে দেশটির নেটওয়ার্ক। এ খবর দিয়েছে রয়টার্স। বিবৃতিতে টেলিনর জানায়, এমওটিসির নির্দেশনা অনুসরণ করে সমগ্র মিয়ানমারজুড়ে মোবাইল নেটওয়ার্ক ডাটা পুনরায় চালু করেছে টেলিনর।

দেশের মানুষ সংগঠিত হয়ে বিক্ষোভ করতে পারে এমন আশঙ্কা থেকে মিয়ানমারে বন্ধ করে দেয়া হয়, ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ।
তারপরেও রোববার রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। তারা গত সপ্তাহের সেনা অভ্যুত্থানের বিরোধিতা করেন এবং আটক গণতান্ত্রিক নেতাদের মুক্তি দাবি করেন। এটিকে বলা হচ্ছে, ২০০৭ সালের পর দেশটির সবথেকে বড় গণতান্ত্রিক আন্দোলন।