রাউজান রাউজান উপজেলা শিক্ষক সমিতি উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাংলাদেশ শিক্ষক সমিতি( বি টি এ)’র ঐতিহ্য ও গৌরবের শতবর্ষ পূর্তি উপলক্ষে রাউজান রাউজান উপজেলা শিক্ষক সমিতি উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ টায় রাউজান উপজেলা চত্বরে রাউজান রাউজান উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাঞ্চন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকের হোসেন মাস্টারের সঞ্চালনায় আয়োজিত র‌্যালীর উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আসন্ন পৌর মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি জমিরউদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বিশ্বজিৎ মহাজন,দুলাল চন্দ্র শীল, যুগ্ন সম্পাদক মাওলানা রফিকুল আলম রেজবী, পিন্টু বড়ুয়া, অর্থ সম্পাদক ফিরোজ আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াছিন হায়দারী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা হাবিবুল হোসাইন মাইজভান্ডারীসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। পরে উপজেলা চত্বর চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালীটি রাউজান উপজেলা সদর প্রদক্ষিণ করে রাঙ্গামাটির সড়কের মুন্সিরঘাটায় গিয়ে শেষ হয় ।