কবি রুশ্নি মুক্তিযুদ্ধের চেতনার অতন্দ্র প্রহরী ছিলেন

মুক্তিযোদ্ধা কবি শওকত হাফিজ খান রুশ্নি স্মরণসভায় শওকত বাঙালি 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে আন্তর্জাতিক কমিটির মহাসচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শওকত হাফিজ খান রুশ্নি মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আমৃত্যু আপোষহীন ছিলেন। তাঁর তীক্ষèধী এবং বলিষ্ঠ লেখনী আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণার উৎস। তিনি শিখিয়েছেন, সমস্ত সাহস একত্রিত করে ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং একাত্তরকে সাহসী ঠিকানা করতে। মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান গণ পাঠাগারের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় শওকত বাঙালি প্রধান আলোচকের বক্তব্যে আরো বলেন, কোন কোন মুক্তিযোদ্ধাকে সময়ের প্রয়োজনে বদলে যেতে দেখেছি আমরা। কিন্তু শওকত হাফিজ খান রুশ্নি আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাহিত্য, সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। এই মহান মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় পদকে (মরণোত্তর) ভূষিত করার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান। গত ৫ ফেব্রুয়ারি, রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও রাউজান থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন সাহাবুদ্দিন আরিফ বি.এ’র সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক মেম্বার, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মঈনুল হক চৌধুরী, কাতার আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন চৌধুরী, সাংবাদিক নেজাম উদ্দিন রানা, স্থানীয় ইউপি সদস্য যথাক্রমে মো. মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ জামাল, মো. রাশেদ, মো. সোহেল, তরুণ শিল্পউদ্যোক্তা শওকত জামান রাসেল, পূবালী ব্যাংক কর্মকর্তা শওকত জালাল সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসকান্দর ও সালামত আলী। উত্তর জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদ, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক টনি বড়–য়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. বদিউল আলম, যুবলীগ নেতা আরিফুল ইসলাম, নুরুল আলম খোকন, ইব্রাহিম, সালাউদ্দিন, ছাত্রলীগ নেতা শাওন, কাদের, মারুফ, আসিক, দ্বীপ, সোহেল, রায়হান, রিমন, নাইম, মুমিন, মুন্না, নিয়ামত প্রমুখ। সভাপতির বক্তব্যে লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন, মরহুম শওকত হাফিজ খান রুশ্নি শুধু রাউজানের নয়, পুরো দেশের আলোকিত জন। তাঁর জীবনধারা ও কর্মযজ্ঞ নতুন প্রজন্মকে জানাতে হবে। আগামীতে ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের আলোকিত মানুষদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করার উদ্যোগ গ্রহণ করবেন বলে তিনি সভায় অভিমত ব্যক্ত করেন।