টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬৯ রান।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মুমিনুল হক। স্বাগতিকদের পক্ষে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। প্রথম ওভারেই বাংলাদেশ সংগ্রহ করে ২৩ রান। পঞ্চম ওভারে কেমার রোচের বলে বোল্ড হন তামিম। ১৫ বলে ২ চারে ৯ রান করে সাজঘরে ফেরেন তামিম।
তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হোসেন শান্ত। সাদমান ও শান্ত বড় জুটি গড়ার আভাস দিচ্ছিলেন।
তবে মধ্যাহ্ন বিরতির আগে রান আউটে কাটা পড়েন শান্ত। ফেরার আগে ৫৮ বলে ২৫ রান করেন তিনি।
শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক মুমিনুল। মধ্যাহ্ন বিরতির আগের বাকি সময়টা নির্বিঘেœ কাটিয়ে দেন সাদমান-মুমিনুল। ২ উইকেটে ৬৯ রান নিয়ে প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ। সাদমান ৮২ বলে ৩৩ রান ও মুমিনুল ১৯ বলে ২ রানে ক্রিজে রয়েছে।
সাগরিককায় সাত ব্যাটসম্যান, ৩ স্পিনার ও ১ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশে অভিষেক হচ্ছে ৩ ক্রিকেটারের। টেস্টে দুই দলের শেষ পাঁচ দেখায় ক্যারিবীয়দের তিন জয়ের বিপরীতে দুই জয় বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেইন মোসলে, এনক্রুমাহ বনার, জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), রাকিম কর্নওয়াল, কেমা