র‌্যাবের হাতে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক


শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে বিদেশী তৈরি একটি রিভলবার, ১০২টি এয়ারগানের গুলি, পাঁচটি তাজা কার্তুজ, তিন রাউন্ড পুরতান কার্তুজ, তিনটি দা, একটি করিচ, একটি ছুরি ও ইয়াবাসহ যুবলীগনেতা লোকমান হাকিম চৌধুরীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার বেলা সাড়ে ১১টায় র‌্যাব-০৭ এর চাঁন্দগাও ক্যাম্পের দায়িত্বশীল পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো. আবদুল হক এই তথ্য নিশ্চিত করেন। আটককৃরা হলেন, কদলপুর ইউনিয়নের আবুল হোসেন পোস্ট মাস্টার বাড়ির মৃত খায়রুল বশর চৌধুরী ছেলে ও কদলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হাকিম চৌধুরী (৩৪), পাহাড়তলী ইউনিয়নের মহামনি গ্রামের নিতাই মাস্টার বাড়ির বাবু দের ছেলে জয়ন্ত দে (২৬) ও কদলপুর ইউনিয়নের আবুল হোসেন পোস্ট মাস্টার বাড়ির নুর মোহাম্মদ তোতা মিয়ার ছেলে মো. রাজু (৩৬)। রাউজান থানা সূত্রে জানা যায়, মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে শুক্রবার ভোর সাড়ে ৫টায় র‌্যাব-৭ চাঁন্দগাও ক্যাম্পের র‌্যাব সদস্যরা অভিযানে গেলে কয়েকজন যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র, ইয়াবা, দা-কিরিচ-ছুরি ও কার্তুজ উদ্ধার করা হয়। র‌্যাব-০৭ চাঁন্দগাও ক্যাম্পের দায়িত্বশীল পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো. আবদুল হক (পুলিশ) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বিদেশী তৈরি একটি রিভলবার, ১০২টি এয়ারগানের গুলি, পাঁচটি তাজা কার্তুজ, তিন রাউন্ড পুরতান কার্তুজ, তিনটি দা, একটি করিচ, একটি ছুরি ও ইয়াবাসহ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মামলা রুজু শেষে শনিবার দুপুর ১টায় চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।