দুস্কৃতিকারীদের আগুনে পুড়ে গেল গরু-হাঁস-মুরগিসহ খামার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানের ডাবুয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডে খামার মালিকের ঘর ও স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিনের বাসা লক করে খামার আগুনে পুড়িয়ে দিয়েছে দুস্কৃতিকারী। এতে খামারটির টিনশেডের গোয়াল ঘর ৪টি গরু, ১শটি দেশী হাঁস-মুরগি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এই ঘটনায় ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।
স্থানীয় মেম্বার মেম্বার শীতল শীল ও প্রতিবেশী তরুণ সমাজসেবক মোরশেদুল আলম গতকাল শনিবার সকালে জানান, ইউনিয়নের পরিষদের পাশে ডাবুয়া রৌশন গোমস্তার বাড়ির বাসিন্দা গোলাফুর রহমান দীর্ঘদিন আগে তার ঘর থেকে প্রায় দুইশ ফুট দূরে একটি টিনশেডের গরু ও হাঁস-মুরগি পালনের খামার গড়ে তুলেছিলেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দুস্কৃতিকারী মালিকের ঘরের দরজা সামনে এবং স্থানীয় মসজিদের মুয়াজ্জিমের থাকার ঘর লক করে খামারটিতে আগুন লাগিয়ে দেয়। পরে দীর্ঘক্ষণ পর গরুর ডাক ও আগুনের বিষয়টি টের পেয়ে গোলাফুর রহমানসহ স্থানীয়রা এগিয়ে আসলেও ততক্ষণে খামারটি সম্পূর্ণ পুড়ে যায়। সব ভস্মিভূত হয়ে যাওযায় রাউজান ফায়ার সার্ভিস কর্মিদের আর খবর দেয়া হয়নি। আগুনে ২-৩ লাখ টাকা মূল্যেমানের গরু, ১লাখ টাকা মূল্যেমানের হাঁস, মুরগিসহ কমপক্ষে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে