ভারত থেকে কেনা ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন দেশে

৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন আসছে ভারত থেকে। সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা ৩৮ মিনিটে ভ্যাকসিনবাহী ফ্লাইট নামার কথা রয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

এসব করোনার ভ্যাকসিন পরিবহনের জন্য বিমানবন্দরের ৮ নম্বর গেটে বিশেষ মিনি কাভার্ড ভ্যান রানওয়েতে যেতে বাইরে অপেক্ষা করছে।

এ ভ্যাকসিনগুলো বিমানবন্দর থেকে নেওয়া হবে টঙ্গীতে অবস্থিত বেক্সিমকোর ওয়্যারহাউজে। সেখাসেই সংরক্ষণ করা হবে ভ্যাকসিনগুলো।

এ মিনি কাভার্ড ভ্যানগুলোকে পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হবে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল বলেন, বিমানবন্দর থানার একটি ও উত্তরা পশ্চিম থানার একটি মোট দু’টি টিম আব্দুল্লাহপুর পর্যন্ত ভ্যাকসিনের মিনি কাভার্ড ভ্যানগুলো স্কোয়াড করে নিয়ে যাবে। এরপর গাজীপুর জেলা পুলিশের টিম আব্দুল্লাহপুর থেকে নিয়ে যাবে।