চট্টগ্রাম হচ্ছে অর্থনীতির লাইফ লাইন, যা বন্ধ রেখে অন্যত্র উন্নয়ন দৃশ্যমান হলের তা প্রসারণ ভিত্তি মোটে উচিত নই বলে সরকারের বানিজ্য মন্ত্রী টিপু মুন্সী(এমপি) তার সুচনা বক্তব্যে তুলে ধরেন। তিনি ৬ মার্চ থেকে চট্টগ্রামে ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ঈওঞঋ)-২০১৯এর উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। বৈরী আবহাওয়ার কারণে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠের পরবর্তে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (বঙ্গবন্ধু কনফারেন্স হল)আগ্রাবাদস্থ মিলনায়তনে ফিতা কেটে ব্যাপি ঐতিহ্যবাহি মেলার উদ্বোধন করেন ॥
এসময় প্রধান অতিথি বানিজ্য মন্ত্রী টিপু মুন্সী আরো বলেন, বর্তমানে চট্টগ্রামে বিশে^র আরো একটি দৃস্টি নন্দন শিল্প হিসেবে পর্যটনখাত কে বেগমান করার প্রতি ব্যবসারিদের প্রতি অনুরোধ জানান।আর নদী বন্দর চট্টগ্রামের ব্লু-ইকোনিমিক জোন কে দেশের অগ্রসর মান শিল্পরূপে গড়ে তুলতে দৃঢ় আহবান জানান। তিনি সড়ক ব্যবস্থার অনোন্নয়ন কে অবহেলা না দেখে রাজধানীর সাথে আরো দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ার ঘোষনা দেন।
আর চরম বৈষম্যহীন অবস্থায় বন্দর-কাষ্টম ব্যবস্থায় পরিবর্তন আনার কথা জানান।সড়ক পথে মালামাল আনা-নেওয়ার নজির বিহীন অনিয়মের জন্য দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ কে জানাবেন ।তিনি দেশী-বিদেশী বিনোয়গকারীদের শিল্প বান্ধব চট্টগ্রামে আরো প্রতিষ্ঠান করার অনুরোধ জানান॥ ব্যবসায়িক দিক থেকে বাংলাদেশ বিশে^ ২৬তম ইকোনমিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবার প্রত্যাশায় সকলের সহযোগিতা চান।
বিশেষ আতিথির বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, ব্যবসায়িক দিক বিবেচনা করে শীঘ্রই ঢাকা থেকে চট্টগ্রাম কে প্রশাসনিক বিকেন্দ্রিক করা উচিত বলে মন্তব্য করেন।আর ব্যয় কমানোর সার্থেই-সত্যিকার অর্থে বানিজ্যিক রাজধানী(চট্টগ্রাম) কে প্রাধান্য দিতে সরকারের উচ্চ মহলের প্রতি অনুরোধ করেন।
চেম্বার সভাপতি ও মেলার উপদেষ্টা মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভাতে আরো বিশেষ অতিথি ছিলেন- শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চেম্বার সহ সভাপতি নুরুন নেওয়াজ সেলিম, মেলার কো-চেয়ারম্যান ও চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহম্মদ, চেম্বার পরিচালক অহিদ সিরাজ স্বপন, চেম্বার পরিচালক ও সাইফপাওয়ার টেকের চেয়ারম্যান তরফদার রুহুল আমিন,অন্জন শেখর দাশ, কামাল মোস্তফা চৌধুরী,জহিরুল আলম চৌধুরী(আলমগীর) সহ অন্যান্য সদস্যমন্ডলী এসময় উপস্তিত ছিলেন ।
প্রতিদিন সকাল ১০টা হতে রাত্র ১০টা পর্যযন্ত মেলা রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চলবে ।











