

বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় ১১টা ৪৮ মিনিটে নিজ পরিবারের ১২৭ বছরের পুরনো বাইবেলে হাত রেখে শপথ নেন বাইডেন। ছবিতে প্রেসিডেন্ট বাইডেন ও কমলা হ্যারিসের শপথ অনুষ্ঠান।
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ক্যাপিটলের ওয়েস্ট ফ্রন্টে অতিথিদের একাংশ।
শপথ নেওয়ার পর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন।
প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দিকে যাচ্ছেন জো বাইডেন। এসময় পাশে ছিলেন ফার্স্ট লেডি জিল বাইডেনসহ অন্যরা হাট ছিলেন।
পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হোয়াইট হাউস বারান্দা থেকে আতশবাজি দেখেছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।
শপথ অনুষ্ঠানে জো বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন এবং কমলা হ্যারিস ও তার স্বামী ডগলাস এমহফ।
শপথ অনুষ্ঠানে ঝলক ছড়াচ্ছেন আমেরিকার খ্যাতিমান সঙ্গীতশিল্পী লেডি গাগা।
বর্ণিল আতশবাজির ঝলকানিতে রাতের হোয়াইট হাউস